ফাইল নাড়াচড়া করতেই জুলাই পার
নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট, ২০১৯ ০০:০০
ফাইল নাড়াচাড়া করতেই পার হয়েছে অর্থবছরের প্রথম মাস জুলাই। অনেক পদক্ষেপ নেওয়া হলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসতে পারছে না মন্ত্রণালয় ও বিভাগগুলো। ফলে চলতি অর্থবছরের প্রথম মাসে এডিপির মাত্র ১ দশমিক ৮৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য প্রকাশ করেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছর এডিপি বাস্তবায়ন হয়েছে ১ দশমিক ৮৪ শতাংশ, টাকার অঙ্কে ৩ হাজার ৯৫১ কোটি টাকা। গত বছরের একই সময় এডিপি বাস্তবায়ন হয় দশমিক ৫৭ শতাংশ। ওই সময় খরচ হয়েছিল ১ হাজার ২৭ কোটি টাকা। তিনি বলেন, অর্থবছরের শুরুতেই প্রকল্পের টাকা সরাসরি পিডিদের কাছে দেওয়া হয়েছে। তারই ফল এখন পাওয়া যাচ্ছে। আশা করছি এ অর্থবছরে সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হবে। চলতি অর্থবছর ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি এবং বিদেশি উৎস থেকে ৭১ হাজার ৮০০ কোটি টাকা রয়েছে। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ১২ হাজার ৩৯৩ কোটি টাকার বরাদ্দ ধরা হয়। মোট ১ হাজার ৫৬৪ প্রকল্পে এই টাকা খরচ হওয়ার কথা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট, ২০১৯ ০০:০০

ফাইল নাড়াচাড়া করতেই পার হয়েছে অর্থবছরের প্রথম মাস জুলাই। অনেক পদক্ষেপ নেওয়া হলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসতে পারছে না মন্ত্রণালয় ও বিভাগগুলো। ফলে চলতি অর্থবছরের প্রথম মাসে এডিপির মাত্র ১ দশমিক ৮৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য প্রকাশ করেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছর এডিপি বাস্তবায়ন হয়েছে ১ দশমিক ৮৪ শতাংশ, টাকার অঙ্কে ৩ হাজার ৯৫১ কোটি টাকা। গত বছরের একই সময় এডিপি বাস্তবায়ন হয় দশমিক ৫৭ শতাংশ। ওই সময় খরচ হয়েছিল ১ হাজার ২৭ কোটি টাকা। তিনি বলেন, অর্থবছরের শুরুতেই প্রকল্পের টাকা সরাসরি পিডিদের কাছে দেওয়া হয়েছে। তারই ফল এখন পাওয়া যাচ্ছে। আশা করছি এ অর্থবছরে সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হবে। চলতি অর্থবছর ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি এবং বিদেশি উৎস থেকে ৭১ হাজার ৮০০ কোটি টাকা রয়েছে। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ১২ হাজার ৩৯৩ কোটি টাকার বরাদ্দ ধরা হয়। মোট ১ হাজার ৫৬৪ প্রকল্পে এই টাকা খরচ হওয়ার কথা।