মাইক্রোসফট এনভিশন ফোরাম বুধবার
নিজস্ব প্রতিবেদক | ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০
বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আগামী বুধবার প্রথমবারের মতো সোনারগাঁও হোটেলে ‘মাইক্রোসফট এনভিশন ফোরাম’ আয়োজন করছে মাইক্রোসফট বাংলাদেশ। ব্যবসায়ে পরিবর্তন আনতে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিয়ে ধারণা দেওয়ার লক্ষ্যে বিশ্বজুড়েই এ আয়োজন করে থাকে মাইক্রোসফট।
ব্যবসাতে সময়োপযোগী পরিবর্তন আনতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান এবং জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতাদের ‘ইনটেলিজেন্ট ক্লাউড’ এবং ‘ইনটেলিজেন্ট ইডিজিই’র সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য। ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করবেন মাইক্রোসফট সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটের মহাব্যবস্থাপক সুক হুন চিয়াহ।
মাইক্রোসফট বাংলাদেশ, ভুটান, ব্রুনাই ও নেপালের কান্ট্রি ম্যানেজার আফিফ মোহাম্মদ আলী বলেন, ‘মাইক্রোসফট এবং আমাদের বিভিন্ন অংশীদারদের তৈরি ইকো সিস্টেমসমূহ কীভাবে আমাদের বাংলাদেশি গ্রাহকদের প্রতিষ্ঠানে ডিজিটাল ট্রান্সফরমেশন নিশ্চিতে ভূমিকা রাখতে পারে, সেগুলো তুলে ধরাই আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য।’
ফোরামে অংশগ্রহণ করতে চাইলে মাইক্রোসফট ইভেন্টের ওয়েসবআইটে নিবন্ধন করতে হবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০

বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আগামী বুধবার প্রথমবারের মতো সোনারগাঁও হোটেলে ‘মাইক্রোসফট এনভিশন ফোরাম’ আয়োজন করছে মাইক্রোসফট বাংলাদেশ। ব্যবসায়ে পরিবর্তন আনতে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিয়ে ধারণা দেওয়ার লক্ষ্যে বিশ্বজুড়েই এ আয়োজন করে থাকে মাইক্রোসফট।
ব্যবসাতে সময়োপযোগী পরিবর্তন আনতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান এবং জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতাদের ‘ইনটেলিজেন্ট ক্লাউড’ এবং ‘ইনটেলিজেন্ট ইডিজিই’র সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য। ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করবেন মাইক্রোসফট সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটের মহাব্যবস্থাপক সুক হুন চিয়াহ।
মাইক্রোসফট বাংলাদেশ, ভুটান, ব্রুনাই ও নেপালের কান্ট্রি ম্যানেজার আফিফ মোহাম্মদ আলী বলেন, ‘মাইক্রোসফট এবং আমাদের বিভিন্ন অংশীদারদের তৈরি ইকো সিস্টেমসমূহ কীভাবে আমাদের বাংলাদেশি গ্রাহকদের প্রতিষ্ঠানে ডিজিটাল ট্রান্সফরমেশন নিশ্চিতে ভূমিকা রাখতে পারে, সেগুলো তুলে ধরাই আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য।’
ফোরামে অংশগ্রহণ করতে চাইলে মাইক্রোসফট ইভেন্টের ওয়েসবআইটে নিবন্ধন করতে হবে।