‘ফিমোজা’ পুরস্কার পেল বেজা
| ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০
দেশে একসঙ্গে ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষ (বেজা)। সংস্থাটিকে ওয়ার্ল্ড ফ্রি অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন ফেডারেশন ‘ফিমোজা’ পুরস্কারে ভূষিত করেছে। গত ১৪ নভেম্বর ফ্রান্সের মোনাকোতে এক সম্মেলনের মাধ্যমে এ পুরস্কার বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর হাতে তুলে দেন ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ান টোরেন্টস। সম্মেলনে বিভিন্ন দেশে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। বেজার নির্বাহী চেয়ারম্যান সম্মেলনে বলেন, একটি ভূমি ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে বেজা বাংলাদেশে শিল্পায়নের গতিতে আমূল পরিবর্তন আনতে চলেছে। সুমিতোমো করপোরেশনের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষরকে তিনি বেজার জন্য মাইলফলক বলে মনে করেন। বিজ্ঞপ্তি
শেয়ার করুন
| ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০

দেশে একসঙ্গে ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষ (বেজা)। সংস্থাটিকে ওয়ার্ল্ড ফ্রি অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন ফেডারেশন ‘ফিমোজা’ পুরস্কারে ভূষিত করেছে। গত ১৪ নভেম্বর ফ্রান্সের মোনাকোতে এক সম্মেলনের মাধ্যমে এ পুরস্কার বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর হাতে তুলে দেন ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ান টোরেন্টস। সম্মেলনে বিভিন্ন দেশে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। বেজার নির্বাহী চেয়ারম্যান সম্মেলনে বলেন, একটি ভূমি ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে বেজা বাংলাদেশে শিল্পায়নের গতিতে আমূল পরিবর্তন আনতে চলেছে। সুমিতোমো করপোরেশনের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষরকে তিনি বেজার জন্য মাইলফলক বলে মনে করেন। বিজ্ঞপ্তি
শেয়ার করুন