ডিসিসিআই-আইসিএমএবি সমঝোতা
বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
বাণিজ্য-সহায়ক পরিবেশ তৈরিতে পেশাজীবীদের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ লক্ষ্যে ডিসিসিআইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্স অব বাংলাদেশ (আইসিএমএবি)। গতকাল বুধবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিসিসিআই।
রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি কার্যালয়ে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ এবং আইসিএমএবির সভাপতি জসিম উদ্দিন আকন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে আইসিএমএবির মতো পেশাজীবী একটি সংগঠনের সঙ্গে ঢাকা চেম্বারের ঘনিষ্ঠভাবে কাজ করার পথ আরও সুদৃঢ় হলো। দেশের ব্যবসা-বাণিজ্যসহ আর্থিক কর্মকা-ে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে আইসিএমএবির সদস্যদের কাজ করার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানে অডিট কার্যক্রম পরিচালনায় উদ্যোক্তাদের মাঝে বিদ্যমান দূরত্ব কমাতে আইসিএমএবিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

বাণিজ্য-সহায়ক পরিবেশ তৈরিতে পেশাজীবীদের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ লক্ষ্যে ডিসিসিআইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্স অব বাংলাদেশ (আইসিএমএবি)। গতকাল বুধবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিসিসিআই।
রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি কার্যালয়ে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ এবং আইসিএমএবির সভাপতি জসিম উদ্দিন আকন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে আইসিএমএবির মতো পেশাজীবী একটি সংগঠনের সঙ্গে ঢাকা চেম্বারের ঘনিষ্ঠভাবে কাজ করার পথ আরও সুদৃঢ় হলো। দেশের ব্যবসা-বাণিজ্যসহ আর্থিক কর্মকা-ে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে আইসিএমএবির সদস্যদের কাজ করার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানে অডিট কার্যক্রম পরিচালনায় উদ্যোক্তাদের মাঝে বিদ্যমান দূরত্ব কমাতে আইসিএমএবিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।