ব্যাংকের পরিচালক, এমডির সম্পদের তথ্য দাখিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০
ব্যাংকের সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তার নিম্নতর দুই পদের কর্মকর্তাদের আয় ও সম্পদের তথ্য নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা যদি পারিবারিক সূত্রে কোনো সম্পদ বা ব্যবসায়ের অংশীদার হন, সে তথ্যও দিতে হবে। ব্যাংক কোম্পানি আইনে শীর্ষ কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের এমন বিধান থাকলেও এবারই প্রথম তা কার্যকরের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার এমন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
দীর্ঘদিন ধরেই ব্যাংকিং খাতে দুর্নীতি, আমানতকারীদের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে গত কয়েক বছরে একাধিক ব্যাংক পরিচালক ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি আরও বাড়ায় বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো এ বিষয়ে আইন পরিপালনের নির্দেশনা দিল। ব্যাংকগুলোকে পরিচালনা পর্ষদের সব ধরনের নথি বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। এর মাধ্যমেই বিষয়টি তদারকি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১৮ ধারার উপধারা (২) অনুযায়ী ব্যাংক-কোম্পানির প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী ও তার নিম্নতর দুই স্তর পর্যন্ত কর্মকর্তাকে স্ব স্ব বাণিজ্যিক, আর্থিক, কৃষি, শিল্প ও অন্যান্য ব্যবসার নাম, ঠিকানা ও অন্য বিবরণ এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণ লিখিতভাবে পরিচালনা পর্ষদের কাছে বার্ষিক ভিত্তিতে দিতে হবে। এ বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হলো। এ বিবরণ প্রতি পঞ্জিকা বছর শেষে পরবর্তী বছরের ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে দাখিল করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত বছরের জন্য এ-সংক্রান্ত বিবরণীগুলো চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাংকে দাখিল করা যাবে। দাখিলকৃত বিবরণীগুলো পরবর্তী পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে। ব্যাংক-কোম্পানি কর্তৃক এই বিবরণীগুলো যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০

ব্যাংকের সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তার নিম্নতর দুই পদের কর্মকর্তাদের আয় ও সম্পদের তথ্য নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা যদি পারিবারিক সূত্রে কোনো সম্পদ বা ব্যবসায়ের অংশীদার হন, সে তথ্যও দিতে হবে। ব্যাংক কোম্পানি আইনে শীর্ষ কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের এমন বিধান থাকলেও এবারই প্রথম তা কার্যকরের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার এমন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
দীর্ঘদিন ধরেই ব্যাংকিং খাতে দুর্নীতি, আমানতকারীদের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে গত কয়েক বছরে একাধিক ব্যাংক পরিচালক ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি আরও বাড়ায় বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো এ বিষয়ে আইন পরিপালনের নির্দেশনা দিল। ব্যাংকগুলোকে পরিচালনা পর্ষদের সব ধরনের নথি বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। এর মাধ্যমেই বিষয়টি তদারকি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১৮ ধারার উপধারা (২) অনুযায়ী ব্যাংক-কোম্পানির প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী ও তার নিম্নতর দুই স্তর পর্যন্ত কর্মকর্তাকে স্ব স্ব বাণিজ্যিক, আর্থিক, কৃষি, শিল্প ও অন্যান্য ব্যবসার নাম, ঠিকানা ও অন্য বিবরণ এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণ লিখিতভাবে পরিচালনা পর্ষদের কাছে বার্ষিক ভিত্তিতে দিতে হবে। এ বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হলো। এ বিবরণ প্রতি পঞ্জিকা বছর শেষে পরবর্তী বছরের ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে দাখিল করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত বছরের জন্য এ-সংক্রান্ত বিবরণীগুলো চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাংকে দাখিল করা যাবে। দাখিলকৃত বিবরণীগুলো পরবর্তী পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে। ব্যাংক-কোম্পানি কর্তৃক এই বিবরণীগুলো যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।