বৈদেশিক মুদ্রার অর্থায়ন সুবিধা পাবে এসএমই পোশাকশিল্প
| ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০
স্থানীয় তৈরি পোশাকশিল্প ও এসএমইকে বৈদেশিক মুদ্রায় আর্থিক সহায়তা দিতে অস্ট্রিয়ার উন্নয়ন ব্যাংক ওইইবির সঙ্গে মেয়াদি সুবিধা চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। প্রতিযোগিতামূলক সুদহারে এ সুবিধা পাবেন গ্রাহক।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ওইইবির সঙ্গে অংশীদারিত্বে ইবিএল আনন্দিত। এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত হবে, যা অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
ওইইবির কৌশলগত লক্ষ্য ও ইবিএলের সঙ্গে সম্পাদিত অংশীদারিত্ব চুক্তি নিয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের সদস্য সাবিন গেবার ও মাইকেল ওয়ানকাটা বলেন, সারা দেশে এসএমইদের কাছে পৌঁছতে ইবিএলের মতো আদর্শ একটি পার্টনার পেয়ে আমরা খুশি। আমরা বেসরকারি খাতকে আরও দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করতে, কাজের সুরক্ষা প্রদানে ও নতুন কাজের সুযোগ সৃষ্টিতে অবদান রাখতে সক্ষম হব। বিজ্ঞপ্তি
শেয়ার করুন
| ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০

স্থানীয় তৈরি পোশাকশিল্প ও এসএমইকে বৈদেশিক মুদ্রায় আর্থিক সহায়তা দিতে অস্ট্রিয়ার উন্নয়ন ব্যাংক ওইইবির সঙ্গে মেয়াদি সুবিধা চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। প্রতিযোগিতামূলক সুদহারে এ সুবিধা পাবেন গ্রাহক।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ওইইবির সঙ্গে অংশীদারিত্বে ইবিএল আনন্দিত। এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত হবে, যা অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
ওইইবির কৌশলগত লক্ষ্য ও ইবিএলের সঙ্গে সম্পাদিত অংশীদারিত্ব চুক্তি নিয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের সদস্য সাবিন গেবার ও মাইকেল ওয়ানকাটা বলেন, সারা দেশে এসএমইদের কাছে পৌঁছতে ইবিএলের মতো আদর্শ একটি পার্টনার পেয়ে আমরা খুশি। আমরা বেসরকারি খাতকে আরও দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করতে, কাজের সুরক্ষা প্রদানে ও নতুন কাজের সুযোগ সৃষ্টিতে অবদান রাখতে সক্ষম হব। বিজ্ঞপ্তি