গ্রামীণফোনের সঙ্গে আইপিডিসি
জিপি স্টার গ্রাহকদের ফাইন্যান্সিয়াল সল্যুশন দিতে সম্প্রতি গ্রামীণফোন এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চুক্তি স্বাক্ষর হয় রাজধানীর গুলশানের আইপিডিসি কার্যালয়ে।
আইপিডিসির হেড অব রিটেইল বিজনেস সাবরিনা আরিফিন ও হেড অব প্রোডাক্টস অ্যান্ড মার্কেটিং ইশতিয়াক শাহরিয়ার এবং গ্রামীণফোনের হেড অব লয়্যালটি ম্যানেজমেন্ট (মার্কেটিং) হাসান আহমেদ তৌহিদ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের লয়্যালটি ম্যানেজার (মার্কেটিং) নাসার আহমেদ ও মো. ফজলে রাব্বি এবং আইপিডিসির প্রোডাক্টস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ অর্ঘ্য মাইকেল রোজারিও।
চুক্তির আওতায়, জিপি স্টার গ্রাহকরা এখন আইপিডিসি ফাইন্যান্স থেকে বিভিন্ন সেবা নিতে পারবেন।
মাইজিপি অ্যাপের মাধ্যমে জিপি স্টার গ্রাহকরা অফারের সুবিধা নিতে পারেন। এর জন্য ‘আইপিডিসি’ লিখে ২৯০০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। বিস্তারিত জানা যাবে https://www.grameenphone.com/star-program/special-offers/ipdc-finance-ltd লিংকে। বিজ্ঞপ্তি
শেয়ার করুন

জিপি স্টার গ্রাহকদের ফাইন্যান্সিয়াল সল্যুশন দিতে সম্প্রতি গ্রামীণফোন এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চুক্তি স্বাক্ষর হয় রাজধানীর গুলশানের আইপিডিসি কার্যালয়ে।
আইপিডিসির হেড অব রিটেইল বিজনেস সাবরিনা আরিফিন ও হেড অব প্রোডাক্টস অ্যান্ড মার্কেটিং ইশতিয়াক শাহরিয়ার এবং গ্রামীণফোনের হেড অব লয়্যালটি ম্যানেজমেন্ট (মার্কেটিং) হাসান আহমেদ তৌহিদ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের লয়্যালটি ম্যানেজার (মার্কেটিং) নাসার আহমেদ ও মো. ফজলে রাব্বি এবং আইপিডিসির প্রোডাক্টস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ অর্ঘ্য মাইকেল রোজারিও।
চুক্তির আওতায়, জিপি স্টার গ্রাহকরা এখন আইপিডিসি ফাইন্যান্স থেকে বিভিন্ন সেবা নিতে পারবেন।
মাইজিপি অ্যাপের মাধ্যমে জিপি স্টার গ্রাহকরা অফারের সুবিধা নিতে পারেন। এর জন্য ‘আইপিডিসি’ লিখে ২৯০০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। বিস্তারিত জানা যাবে https://www.grameenphone.com/star-program/special-offers/ipdc-finance-ltd লিংকে। বিজ্ঞপ্তি