বিএফআইইউর প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা পদে যোগ দিয়েছেন মো. মাসুদ বিশ্বাস। গতকাল মঙ্গলবার তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদার সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে বিএফআইইউর প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০১৫-এর ৯ (১) (ঘ) ধারা এবং মানি লন্ডারিং বিধিমালার বিধি ২২ অনুযায়ী যোগদানের তারিখ থেকে দুই বছর পর্যন্ত তাকে বিএফআইইউর প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। এর পূর্বে তিনি ডেপুটি হেড অব বিএফআইইউ ও ভারপ্রাপ্ত হেড অব বিএফআইইউ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিএফআইইউর প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম ও বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা পদে যোগ দিয়েছেন মো. মাসুদ বিশ্বাস। গতকাল মঙ্গলবার তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদার সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে বিএফআইইউর প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০১৫-এর ৯ (১) (ঘ) ধারা এবং মানি লন্ডারিং বিধিমালার বিধি ২২ অনুযায়ী যোগদানের তারিখ থেকে দুই বছর পর্যন্ত তাকে বিএফআইইউর প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। এর পূর্বে তিনি ডেপুটি হেড অব বিএফআইইউ ও ভারপ্রাপ্ত হেড অব বিএফআইইউ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিএফআইইউর প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম ও বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।