২৭০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব পেল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ঢাকায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে সৌদি আরব, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ২৭০ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার কোটি টাকার বেশি। আর এই বিনিয়োগ প্রস্তাবের প্রায় ৬৩ শতাংশ এসেছে সৌদি আরব থেকে। গত সোমবার রাতে বিনিয়োগ সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার সম্মেলনের উদ্বোধন করেন।
রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, যেসব খাতে এই বিনিয়োগ প্রস্তাব এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, ওষুধ, সিমেন্ট ও হাসপাতাল খাত। খুব শিগগিরই বাংলাদেশে এ বিনিয়োগ আসবে।
বেশিরভাগ বিনিয়োগ প্রস্তাব এসেছে সৌদি আরব থেকে। সৌদি আরবের কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস দেশে ১৭৫ কোটি ডলার বিনিয়োগ করবে। এছাড়া চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ৫০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সিরাজুল ইসলাম জানান, সম্মেলনে বরিশাল ইলেকট্রনিক পাওয়ার জেনারেশন কোম্পানি, কর্ণফুলী ড্রাই ডক, আয়গ্যাস তার্কি, ইউনাইটেড এলপিজি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে ২৭০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদেরকে নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দিয়েছি। তারা বাংলাদেশ সম্পর্কে জেনে অভিভূত হয়েছেন। বলেছেন, বাংলাদেশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে।
সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশকে বিনিয়োগের একটি আদর্শ গন্তব্য বলে অবহিত করে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকার কর প্রণোদনাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ হচ্ছে বিনিয়োগের নিরাপদ স্থান। এখানে নীতি হচ্ছে উদার। আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বিশ্বের মধ্যে স্বীকৃত। এই সুযোগ কাজে লাগানোর জন্য বিনিয়োগকারীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে দ্বিধা করবেন না।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ঢাকায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে সৌদি আরব, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ২৭০ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার কোটি টাকার বেশি। আর এই বিনিয়োগ প্রস্তাবের প্রায় ৬৩ শতাংশ এসেছে সৌদি আরব থেকে। গত সোমবার রাতে বিনিয়োগ সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার সম্মেলনের উদ্বোধন করেন।
রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, যেসব খাতে এই বিনিয়োগ প্রস্তাব এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, ওষুধ, সিমেন্ট ও হাসপাতাল খাত। খুব শিগগিরই বাংলাদেশে এ বিনিয়োগ আসবে।
বেশিরভাগ বিনিয়োগ প্রস্তাব এসেছে সৌদি আরব থেকে। সৌদি আরবের কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস দেশে ১৭৫ কোটি ডলার বিনিয়োগ করবে। এছাড়া চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ৫০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সিরাজুল ইসলাম জানান, সম্মেলনে বরিশাল ইলেকট্রনিক পাওয়ার জেনারেশন কোম্পানি, কর্ণফুলী ড্রাই ডক, আয়গ্যাস তার্কি, ইউনাইটেড এলপিজি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে ২৭০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদেরকে নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দিয়েছি। তারা বাংলাদেশ সম্পর্কে জেনে অভিভূত হয়েছেন। বলেছেন, বাংলাদেশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে।
সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশকে বিনিয়োগের একটি আদর্শ গন্তব্য বলে অবহিত করে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকার কর প্রণোদনাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ হচ্ছে বিনিয়োগের নিরাপদ স্থান। এখানে নীতি হচ্ছে উদার। আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বিশ্বের মধ্যে স্বীকৃত। এই সুযোগ কাজে লাগানোর জন্য বিনিয়োগকারীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে দ্বিধা করবেন না।