সারের দামে কঠোর নজরদারির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
কৃষক পর্যায়ে সারের পর্যাপ্ত সরবরাহ ও সরকার নির্ধারিত দাম নিশ্চিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নজরদারি ও তদারকির নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, সার সংকট হলে ফসল উৎপাদনে প্রভাব পড়বে, সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে। সেজন্য দেশের কোথাও কোনোভাবেই যাতে সার সরবরাহ এবং দাম নিয়ে ছলচাতুরী, কারসাজি ও কালোবাজারি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমানে বিশ্ববাজারে সারের দাম তিনগুণ বেড়েছে। কিন্তু দেশে সরকার এ মুহূর্তে সারের দাম বাড়াবে না। বিশ্ববাজারে সারের দাম বাড়ার অজুহাতে দেশে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে সুযোগ নিতে না পারে, এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা ৭০টি। মোট বরাদ্দ ২ হাজার ৯১৮ কোটি টাকা। গত অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ১৬ দশমিক ২৮ শতাংশ। এ সময়ে জাতীয় গড় অগ্রগতি হয়েছে ১২ দশমিক ৫০ শতাংশ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

কৃষক পর্যায়ে সারের পর্যাপ্ত সরবরাহ ও সরকার নির্ধারিত দাম নিশ্চিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নজরদারি ও তদারকির নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, সার সংকট হলে ফসল উৎপাদনে প্রভাব পড়বে, সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে। সেজন্য দেশের কোথাও কোনোভাবেই যাতে সার সরবরাহ এবং দাম নিয়ে ছলচাতুরী, কারসাজি ও কালোবাজারি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমানে বিশ্ববাজারে সারের দাম তিনগুণ বেড়েছে। কিন্তু দেশে সরকার এ মুহূর্তে সারের দাম বাড়াবে না। বিশ্ববাজারে সারের দাম বাড়ার অজুহাতে দেশে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে সুযোগ নিতে না পারে, এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা ৭০টি। মোট বরাদ্দ ২ হাজার ৯১৮ কোটি টাকা। গত অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ১৬ দশমিক ২৮ শতাংশ। এ সময়ে জাতীয় গড় অগ্রগতি হয়েছে ১২ দশমিক ৫০ শতাংশ।