হামজা টেক্সটাইলসের নতুন ইউনিট গাজীপুরে
| ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
যাত্রা শুরু করেছে ডিবিএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হামজা টেক্সটাইলসের নতুন ইউনিট। গাজীপুরের মাইমুন কমপ্লেক্সে অবস্থিত ফ্যাক্টরিতে ইউনিটটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম প্রমুখ।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইউনিটটি ক্রেতাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত চাহিদা পূরণে হামজা টেক্সটাইলসকে ফেব্রিকসহ আরও নতুন প্রযুক্তির বিকাশ নিয়ে কাজের সুযোগ দেবে। এছাড়া হামজা টেক্সটাইলসের উৎপাদন ভিত্তি সম্প্রসারণ করবে ও উৎপাদন খরচ কমাতে অগ্রসর প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরবে।
ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) ৪৪ দশমিক ৩ মিলিয়ন ডলার বিনিয়োগে ইউনিটটি চালু হলো। এখানে এক হাজারের বেশি কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। হামজা টেক্সটাইলসের মোট উৎপাদন ক্ষমতা দৈনিক ১৭০ টন। বিজ্ঞপ্তি
শেয়ার করুন
| ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

যাত্রা শুরু করেছে ডিবিএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হামজা টেক্সটাইলসের নতুন ইউনিট। গাজীপুরের মাইমুন কমপ্লেক্সে অবস্থিত ফ্যাক্টরিতে ইউনিটটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম প্রমুখ।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইউনিটটি ক্রেতাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত চাহিদা পূরণে হামজা টেক্সটাইলসকে ফেব্রিকসহ আরও নতুন প্রযুক্তির বিকাশ নিয়ে কাজের সুযোগ দেবে। এছাড়া হামজা টেক্সটাইলসের উৎপাদন ভিত্তি সম্প্রসারণ করবে ও উৎপাদন খরচ কমাতে অগ্রসর প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরবে।
ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) ৪৪ দশমিক ৩ মিলিয়ন ডলার বিনিয়োগে ইউনিটটি চালু হলো। এখানে এক হাজারের বেশি কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। হামজা টেক্সটাইলসের মোট উৎপাদন ক্ষমতা দৈনিক ১৭০ টন। বিজ্ঞপ্তি