এবার বস্ত্র সম্মাননা ৭ সংগঠনের
নিজস্ব প্রতিবেদক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
করোনাভাইরাস বিপর্যয়ের মধ্যে বস্ত্র খাত রক্ষায় অবদানের জন্য বস্ত্র ও তৈরি পোশাক খাতের প্রধান তিন সংগঠনসহ সাতটি সংগঠন এবারের বস্ত্র সম্মাননা পাচ্ছে।
৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস উদযাপন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে বস্ত্র খাতের ভূমিকা অপরিসীম। রপ্তানি আয়ের বেশিরভাগ অর্জিত হয় এ খাত থেকে। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বড় অংশ আসে বস্ত্র খাত থেকে। বস্ত্র খাতে প্রায় ৫০ লাখ শ্রমজীবী কর্মরত। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী। এসব কর্মকা- নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রী জানান, ‘বস্ত্রখাতের বিশ্বায়ন : বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে ওসমানী মিলনায়তনে জাতীয় বস্ত্র দিবসের মূল আয়োজনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম বিশেষ অতিথি থাকবেন।
অনুষ্ঠানে ‘বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস বিপর্যয়ের অভিঘাতে বস্ত্র খাত রক্ষায় অবদানের জন্য’ সাতটি অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।
সম্মননা পাচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) ও বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিজিবিএ, বিএসটিএমপিআইএ ও বিটিটিএলএমইএ গতবারও সম্মাননা পেয়েছিল। এবার নতুন যুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি। আর গতবার এই ৬ সংগঠনের সঙ্গে বুটেক্স, বিসিএ ও এনসিসিবি সম্মাননা পেয়েছিল।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

করোনাভাইরাস বিপর্যয়ের মধ্যে বস্ত্র খাত রক্ষায় অবদানের জন্য বস্ত্র ও তৈরি পোশাক খাতের প্রধান তিন সংগঠনসহ সাতটি সংগঠন এবারের বস্ত্র সম্মাননা পাচ্ছে।
৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস উদযাপন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে বস্ত্র খাতের ভূমিকা অপরিসীম। রপ্তানি আয়ের বেশিরভাগ অর্জিত হয় এ খাত থেকে। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বড় অংশ আসে বস্ত্র খাত থেকে। বস্ত্র খাতে প্রায় ৫০ লাখ শ্রমজীবী কর্মরত। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী। এসব কর্মকা- নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রী জানান, ‘বস্ত্রখাতের বিশ্বায়ন : বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে ওসমানী মিলনায়তনে জাতীয় বস্ত্র দিবসের মূল আয়োজনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম বিশেষ অতিথি থাকবেন।
অনুষ্ঠানে ‘বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস বিপর্যয়ের অভিঘাতে বস্ত্র খাত রক্ষায় অবদানের জন্য’ সাতটি অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।
সম্মননা পাচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) ও বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিজিবিএ, বিএসটিএমপিআইএ ও বিটিটিএলএমইএ গতবারও সম্মাননা পেয়েছিল। এবার নতুন যুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি। আর গতবার এই ৬ সংগঠনের সঙ্গে বুটেক্স, বিসিএ ও এনসিসিবি সম্মাননা পেয়েছিল।