স্ট্র্যাটেজিক পার্টনার ডকটাইম বাংলালিংক
| ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ডিজিটাল স্বাস্থ্যসেবাদাতা ডকটাইম লিমিটেড সম্প্রতি টেলিযোগাযোগ সেবা প্রতিষ্ঠান বাংলালিংকের সঙ্গে একটি চুক্তি করেছে। এর আওতায় ডকটাইম, বাংলালিংক গ্রাহক ও কর্মীদের জন্য স্বাস্থ্যসেবায় মেম্বারশিপ প্যাকেজ দিচ্ছে।
ডকটাইমের অপারেশনস ডিরেক্টর কে এম মিজবাহ উল আহসান এবং বাংলালিংক ডিজিটাল সার্ভিসেসের ডিজিটাল বিজনেস ডিরেক্টর আহমেদ সাকিব এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডকটাইমের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মো. মেহেদী সারোয়ার, বাংলালিংক ডিজিটাল সার্ভিসেসের হেড অব ডিজিটাল সার্ভিসেস রাশেদ মোসলেম। ডিজিটাল সার্ভিস টিম ছাড়াও আরিফ আল মান্নান; আলা উদ্দিন; এম সাইফ উর রহমান; নুজহাত শাহজাদী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
শেয়ার করুন
| ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ডিজিটাল স্বাস্থ্যসেবাদাতা ডকটাইম লিমিটেড সম্প্রতি টেলিযোগাযোগ সেবা প্রতিষ্ঠান বাংলালিংকের সঙ্গে একটি চুক্তি করেছে। এর আওতায় ডকটাইম, বাংলালিংক গ্রাহক ও কর্মীদের জন্য স্বাস্থ্যসেবায় মেম্বারশিপ প্যাকেজ দিচ্ছে।
ডকটাইমের অপারেশনস ডিরেক্টর কে এম মিজবাহ উল আহসান এবং বাংলালিংক ডিজিটাল সার্ভিসেসের ডিজিটাল বিজনেস ডিরেক্টর আহমেদ সাকিব এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডকটাইমের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মো. মেহেদী সারোয়ার, বাংলালিংক ডিজিটাল সার্ভিসেসের হেড অব ডিজিটাল সার্ভিসেস রাশেদ মোসলেম। ডিজিটাল সার্ভিস টিম ছাড়াও আরিফ আল মান্নান; আলা উদ্দিন; এম সাইফ উর রহমান; নুজহাত শাহজাদী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
শেয়ার করুন