হিলিতে কলম বিরতির ঘোষণা সিঅ্যান্ডএফ এজেন্টদের
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
আমদানি-রপ্তানির ক্ষেত্রে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ না নেওয়ায় কলম বিরতির ঘোষণা দিয়েছে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্যার সমাধান করা না হলে ১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন ব্যবসায়ীরা। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালককে বিষয়টি জানিয়েছে। চিঠিতে উল্লিখিত ৯টি সমস্যা হলো বন্দরের ট্রাফিক ব্যবস্থা উন্নতিকরণ, ওয়ে ব্রিজে ওজন সঠিক করা, নাইট চার্জ নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত, আমদানি পণ্যের জন্য পৃথক স্থান নির্ধারণ, মালামাল চুরির বিষয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা, ভারতীয় খালি ট্রাকের স্থান নির্ধারণ, ওয়্যারহাউজের শেড নির্মাণ, ওপেন ইয়ার্ডে শেড নির্মাণ (পণ্য রক্ষণাবেক্ষণ), যানজট নিরসনে কর্মপরিকল্পনা গ্রহণ। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ৯টি সমস্যা চিহ্নিত করে ব্যবসায়ী নেতারা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। সভায় বিষয়গুলো সমাধানের আশ্বাস দিলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ৪ ডিসেম্বরের মাসিক সভায় এ নিয়ে বিষদ আলোচনা সাপেক্ষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উল্লিখিত সমস্যাগুলো সমাধান করা না হলে আগামী ১ জানুয়ারি থেকে কলম বিরতি পালনের সিদ্ধান্ত হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
শেয়ার করুন
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

আমদানি-রপ্তানির ক্ষেত্রে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ না নেওয়ায় কলম বিরতির ঘোষণা দিয়েছে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্যার সমাধান করা না হলে ১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন ব্যবসায়ীরা। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালককে বিষয়টি জানিয়েছে। চিঠিতে উল্লিখিত ৯টি সমস্যা হলো বন্দরের ট্রাফিক ব্যবস্থা উন্নতিকরণ, ওয়ে ব্রিজে ওজন সঠিক করা, নাইট চার্জ নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত, আমদানি পণ্যের জন্য পৃথক স্থান নির্ধারণ, মালামাল চুরির বিষয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা, ভারতীয় খালি ট্রাকের স্থান নির্ধারণ, ওয়্যারহাউজের শেড নির্মাণ, ওপেন ইয়ার্ডে শেড নির্মাণ (পণ্য রক্ষণাবেক্ষণ), যানজট নিরসনে কর্মপরিকল্পনা গ্রহণ। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ৯টি সমস্যা চিহ্নিত করে ব্যবসায়ী নেতারা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। সভায় বিষয়গুলো সমাধানের আশ্বাস দিলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ৪ ডিসেম্বরের মাসিক সভায় এ নিয়ে বিষদ আলোচনা সাপেক্ষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উল্লিখিত সমস্যাগুলো সমাধান করা না হলে আগামী ১ জানুয়ারি থেকে কলম বিরতি পালনের সিদ্ধান্ত হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।