বসুন্ধরার ‘বিনা তারের পাঠশালা’
পুষ্টিমান নিশ্চিতের সঙ্গে মেধার বিকাশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘বসুন্ধরা নুডল্স শিক্ষার সাথে’ নিয়ে এসেছে ‘বিনা তারের পাঠশালা’। গতকাল রবিবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-২-এ এক প্রেস কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয় ব্যতিক্রমী এই ক্যাম্পেইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এম জসীম উদ্দীন (সিওও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), আব্দুর রহমান (কো-অর্ডিনেটর টু ভাইস চেয়ারম্যান), তাফসিরুল হক (ব্র্যান্ড ম্যানেজার, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ), রাহবার খান (ম্যানেজিং ডিরেক্টর, প্যাপিরাস ডিজি কম) প্রমুখ।
ক্যাম্পেইনটির বিস্তারিত জানান জসীম উদ্দিন। বলেন, ‘বিনা তারের পাঠশালা’ একটি অনলাইনভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এই উদ্যোগের মাধ্যমে আমরা চেয়েছি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে। সবার জন্য শিক্ষার পথকে অবারিত করতে বসুন্ধরা নুডলস ব্র্যান্ডটি নিয়ে এসেছে ভিন্নধর্মী এই উদ্যোগ। এই ওয়েবসাইটটি সবার জন্য। ইন্টারনেট ব্যবহারের জন্য আমরা নুডলসের প্যাকে দিচ্ছি স্ক্রাচ কার্ড। এখানে রয়েছে ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার মোবাইল রিচার্জ জেতার সুযোগ।
www.bashundharanoodles.com/binatarerpathshala ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলেই উন্মোচিত হবে শিক্ষার নতুন দ্বার। এই উদ্যোগের সঙ্গে আগামী প্রজন্মের মেধার বিকাশের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, এমনই আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই। বিজ্ঞপ্তি
শেয়ার করুন

পুষ্টিমান নিশ্চিতের সঙ্গে মেধার বিকাশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘বসুন্ধরা নুডল্স শিক্ষার সাথে’ নিয়ে এসেছে ‘বিনা তারের পাঠশালা’। গতকাল রবিবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-২-এ এক প্রেস কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয় ব্যতিক্রমী এই ক্যাম্পেইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এম জসীম উদ্দীন (সিওও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), আব্দুর রহমান (কো-অর্ডিনেটর টু ভাইস চেয়ারম্যান), তাফসিরুল হক (ব্র্যান্ড ম্যানেজার, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ), রাহবার খান (ম্যানেজিং ডিরেক্টর, প্যাপিরাস ডিজি কম) প্রমুখ।
ক্যাম্পেইনটির বিস্তারিত জানান জসীম উদ্দিন। বলেন, ‘বিনা তারের পাঠশালা’ একটি অনলাইনভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এই উদ্যোগের মাধ্যমে আমরা চেয়েছি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে। সবার জন্য শিক্ষার পথকে অবারিত করতে বসুন্ধরা নুডলস ব্র্যান্ডটি নিয়ে এসেছে ভিন্নধর্মী এই উদ্যোগ। এই ওয়েবসাইটটি সবার জন্য। ইন্টারনেট ব্যবহারের জন্য আমরা নুডলসের প্যাকে দিচ্ছি স্ক্রাচ কার্ড। এখানে রয়েছে ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার মোবাইল রিচার্জ জেতার সুযোগ।
www.bashundharanoodles.com/binatarerpathshala ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলেই উন্মোচিত হবে শিক্ষার নতুন দ্বার। এই উদ্যোগের সঙ্গে আগামী প্রজন্মের মেধার বিকাশের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, এমনই আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই। বিজ্ঞপ্তি