২০ ভক্ত পেলেন সাকিবের দেখা
| ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
রুচির অনলাইন প্ল্যাটফর্মে প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০ তরুণ-তরুণী এবং নির্ধারিত বিক্রয় টার্গেট অর্জন করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ১০ বিক্রয়কর্মী পেলেন অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার সুযোগ। রাজধানীর লেকশোর হোটেলে গত সোমবার স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড রুচি সস ও কেচাপের উদ্যোগে হয়েছে এই আয়োজনটি।
গত ২৫ নভেম্বর ‘রুচি-স্কোর টু মিট সাকিব’ প্রতিযোগিতাটি লঞ্চ করা হয়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৫৩ হাজার প্রতিযোগী এতে অংশ নেন। তাদের মধ্য থেকে সেরা ১০ এবং রুচি সস ও কেচাপের সেরা ১০ বিক্রয়কর্মী পুরস্কার হিসেবে সাকিবের সঙ্গে আড্ডা ও আনন্দে ভরা একটি সন্ধ্যা উপভোগের সুযোগ পেয়েছেন।
মঞ্চে রুচি সস ও কেচাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান এলে তাকে বরণ করে নেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি
শেয়ার করুন
| ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

রুচির অনলাইন প্ল্যাটফর্মে প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০ তরুণ-তরুণী এবং নির্ধারিত বিক্রয় টার্গেট অর্জন করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ১০ বিক্রয়কর্মী পেলেন অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার সুযোগ। রাজধানীর লেকশোর হোটেলে গত সোমবার স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড রুচি সস ও কেচাপের উদ্যোগে হয়েছে এই আয়োজনটি।
গত ২৫ নভেম্বর ‘রুচি-স্কোর টু মিট সাকিব’ প্রতিযোগিতাটি লঞ্চ করা হয়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৫৩ হাজার প্রতিযোগী এতে অংশ নেন। তাদের মধ্য থেকে সেরা ১০ এবং রুচি সস ও কেচাপের সেরা ১০ বিক্রয়কর্মী পুরস্কার হিসেবে সাকিবের সঙ্গে আড্ডা ও আনন্দে ভরা একটি সন্ধ্যা উপভোগের সুযোগ পেয়েছেন।
মঞ্চে রুচি সস ও কেচাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান এলে তাকে বরণ করে নেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি