বসুন্ধরা এলপি গ্যাস
১০০ ‘শিপ-টু-শিপ’ এলপিজি ট্রান্সফার
| ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
১০০টি শিপ-টু-শিপ ট্রান্সফারের মাইলফলক অর্জন উপলক্ষে গতকাল বসুন্ধরা কনভেনশন সেন্টারের হেরিটেজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বসুন্ধরা শিপিং ইউনিটের প্রধান ক্যাপ্টেন রুহুল আমিন (সিওও, শিপিং অ্যান্ড লজিস্টিকস, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ) এবং তার টিমকে ধন্যবাদ দেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ইডি নাসিমুল হাই, ব্যাংকিং ডিভিশন সিওও শওকত আকবর, বসুন্ধরা এলপি গ্যাসের বিপণন প্রধান জাকারিয়া জালাল, প্রজেক্ট অপারেশন প্রধান চৌধুরী এ কে এম শামসুদ্দীন আহমেদ প্রমুখ।
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, আমাদের দেশে কেউ কখনো চিন্তা করেনি, এলপিজি শিপ-টু-শিপ ট্রান্সফার করা যাবে। বসুন্ধরা এলপিজি এমন দুঃসাহসিক কাজ শুধু শুরু করেনি; বরং ১০০ বার শিপ-টু-শিপ ট্রান্সফার করেছে নিজস্ব ভিএলজিসি জাহাজের মাধ্যমে। এ কার্যক্রমটি শুধু আমাদের জন্য মাইলফলক নয়; বরং দেশের এলপিজি শিল্পের জন্য দৃষ্টান্ত। আমাদের এই কার্যক্রম চলবে। দ্রুত আমরা লক্ষাধিক শিপ-টু-শিপ ট্রান্সফার অর্জনে সক্ষম হব বলে আমরা আশাবাদী। বিজ্ঞপ্তি
শেয়ার করুন
| ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

১০০টি শিপ-টু-শিপ ট্রান্সফারের মাইলফলক অর্জন উপলক্ষে গতকাল বসুন্ধরা কনভেনশন সেন্টারের হেরিটেজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বসুন্ধরা শিপিং ইউনিটের প্রধান ক্যাপ্টেন রুহুল আমিন (সিওও, শিপিং অ্যান্ড লজিস্টিকস, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ) এবং তার টিমকে ধন্যবাদ দেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ইডি নাসিমুল হাই, ব্যাংকিং ডিভিশন সিওও শওকত আকবর, বসুন্ধরা এলপি গ্যাসের বিপণন প্রধান জাকারিয়া জালাল, প্রজেক্ট অপারেশন প্রধান চৌধুরী এ কে এম শামসুদ্দীন আহমেদ প্রমুখ।
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, আমাদের দেশে কেউ কখনো চিন্তা করেনি, এলপিজি শিপ-টু-শিপ ট্রান্সফার করা যাবে। বসুন্ধরা এলপিজি এমন দুঃসাহসিক কাজ শুধু শুরু করেনি; বরং ১০০ বার শিপ-টু-শিপ ট্রান্সফার করেছে নিজস্ব ভিএলজিসি জাহাজের মাধ্যমে। এ কার্যক্রমটি শুধু আমাদের জন্য মাইলফলক নয়; বরং দেশের এলপিজি শিল্পের জন্য দৃষ্টান্ত। আমাদের এই কার্যক্রম চলবে। দ্রুত আমরা লক্ষাধিক শিপ-টু-শিপ ট্রান্সফার অর্জনে সক্ষম হব বলে আমরা আশাবাদী। বিজ্ঞপ্তি