বিজিএমইএ সিঅ্যান্ডএফ যৌথ ওয়ার্কিং কমিটি গঠন
চট্টগ্রাম ব্যুরো | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
পোশাক শিল্পের আমদানি-রপ্তানিতে কাস্টমস ও চট্টগ্রাম বন্দরে বিরাজমান সমস্যা চিহ্নিতকরণ ও কার্যক্রম সহজীকরণে কর্মকৌশল নির্ধারণের উদ্যোগ নিয়েছে বিজিএমইএ ও কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। উদ্যোগ বাস্তবায়নে দুই সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ ওয়ার্কিং কমিটি। গত সোমবার চট্টগ্রামে বিজিএমইএ ও কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। খুলশীতে বিজিএমইএ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজিএমএইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, পোশাক শিল্প খাতের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত সম্পাদনে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিশেষ ভূমিকা রয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখায় বর্তমানে ক্রয়াদেশ দিন দিন বাড়ছে। এ অবস্থায় যথাসময়ে পণ্য ক্রেতার হাতে পৌঁছানোর লক্ষ্যে আমদানিকৃত পণ্য চালান দ্রুত খালাস ও যথাসময়ে জাহাজীকরণে সিঅ্যান্ডএফ এজেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কাস্টমস ও বন্দরের কার্যক্রম সহজ করে দ্রুত সম্পাদনের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন ও বিজিএমইএ-সিঅ্যান্ডএফ এজেন্টের এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০

পোশাক শিল্পের আমদানি-রপ্তানিতে কাস্টমস ও চট্টগ্রাম বন্দরে বিরাজমান সমস্যা চিহ্নিতকরণ ও কার্যক্রম সহজীকরণে কর্মকৌশল নির্ধারণের উদ্যোগ নিয়েছে বিজিএমইএ ও কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। উদ্যোগ বাস্তবায়নে দুই সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ ওয়ার্কিং কমিটি। গত সোমবার চট্টগ্রামে বিজিএমইএ ও কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। খুলশীতে বিজিএমইএ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজিএমএইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, পোশাক শিল্প খাতের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত সম্পাদনে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিশেষ ভূমিকা রয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখায় বর্তমানে ক্রয়াদেশ দিন দিন বাড়ছে। এ অবস্থায় যথাসময়ে পণ্য ক্রেতার হাতে পৌঁছানোর লক্ষ্যে আমদানিকৃত পণ্য চালান দ্রুত খালাস ও যথাসময়ে জাহাজীকরণে সিঅ্যান্ডএফ এজেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কাস্টমস ও বন্দরের কার্যক্রম সহজ করে দ্রুত সম্পাদনের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন ও বিজিএমইএ-সিঅ্যান্ডএফ এজেন্টের এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।