স্কয়ার ফার্মায় আগুন
আয় কমবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০২২ ০০:০০
আগুনে কারখানা পুড়ে যাওয়ায় ৫০ কোটি টাকা রেভিনিউ কমে যাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। এতে করে কোম্পানির নিট মুনাফাও ৮ কোটি টাকা কমবে। গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
গত ২৩ মে দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানার একটি নতুন ইউনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১১ ঘণ্টার চেষ্টায় রাত ১১টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্কয়ার ফার্মা জানিয়েছে। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন কোম্পানির বিশেষজ্ঞরা। তবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কারখানাটির স্বাভাবিক উৎপাদনে ফিরতে ২ বা ৩ বছর সময় লাগতে পারে বলে কোম্পানির ঘোষণায় বলা হয়েছে।
দেশের ফার্মাসিউটিক্যালস খাতে সবচেয়ে বড় কোম্পানি স্কয়ার ফার্মা। কোম্পানিটির বাজার মূলধন হচ্ছে ১৮ হাজার ৭১২ কোটি টাকা। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি (ইপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩ পয়সা। ২০২০-২১ হিসাববছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ১ হাজার ৭৪৯ কোটি টাকা। সে বছর শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় কোম্পানিটি। স্কয়ার ফার্মার পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভ রয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০২২ ০০:০০

আগুনে কারখানা পুড়ে যাওয়ায় ৫০ কোটি টাকা রেভিনিউ কমে যাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। এতে করে কোম্পানির নিট মুনাফাও ৮ কোটি টাকা কমবে। গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
গত ২৩ মে দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানার একটি নতুন ইউনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১১ ঘণ্টার চেষ্টায় রাত ১১টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্কয়ার ফার্মা জানিয়েছে। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন কোম্পানির বিশেষজ্ঞরা। তবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কারখানাটির স্বাভাবিক উৎপাদনে ফিরতে ২ বা ৩ বছর সময় লাগতে পারে বলে কোম্পানির ঘোষণায় বলা হয়েছে।
দেশের ফার্মাসিউটিক্যালস খাতে সবচেয়ে বড় কোম্পানি স্কয়ার ফার্মা। কোম্পানিটির বাজার মূলধন হচ্ছে ১৮ হাজার ৭১২ কোটি টাকা। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি (ইপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩ পয়সা। ২০২০-২১ হিসাববছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ১ হাজার ৭৪৯ কোটি টাকা। সে বছর শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় কোম্পানিটি। স্কয়ার ফার্মার পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভ রয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা।