আলোচনা সভায় বক্তারা
ডেল্টা প্ল্যানের অর্থায়নই বড় চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক | ২৭ মে, ২০২২ ০০:০০
শতবর্ষী ডেল্টা প্ল্যান তথা ‘বদ্বীপ পরিকল্পনা-২১০০’ বাস্তবায়নের জন্য জাতীয় নীতি কৌশল ঠিক করতে হবে। এ কৌশল জাতীয় সব নীতির সঙ্গে সমন্বিত হতে হবে। শতবর্ষী এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ কোটি টাকা। এই বিশাল অর্থায়ন খুঁজে পাওয়া বড় চ্যালেঞ্জ বলে দাবি করেছেন উন্নয়ন সহযোগীরা।
গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্স : ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস অব ইমপ্লিমেন্টেশন’র উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ও উন্নয়ন সহযোগীরা এসব মন্তব্য করেন। এর আগে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বিশাল অর্থায়ন প্রয়োজন। এই অর্থায়ন জোগান দেওয়া ডেল্টা প্ল্যানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা বাস্তবায়ন করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট মাইলফলক হয়ে থাকবে। এই শতবর্ষী পরিকল্পনা একাধিক মন্ত্রণালয় ও বিভাগ বাস্তবায়ন করবে। তবে এ জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয় প্রয়োজন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৭ মে, ২০২২ ০০:০০

শতবর্ষী ডেল্টা প্ল্যান তথা ‘বদ্বীপ পরিকল্পনা-২১০০’ বাস্তবায়নের জন্য জাতীয় নীতি কৌশল ঠিক করতে হবে। এ কৌশল জাতীয় সব নীতির সঙ্গে সমন্বিত হতে হবে। শতবর্ষী এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ কোটি টাকা। এই বিশাল অর্থায়ন খুঁজে পাওয়া বড় চ্যালেঞ্জ বলে দাবি করেছেন উন্নয়ন সহযোগীরা।
গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্স : ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস অব ইমপ্লিমেন্টেশন’র উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ও উন্নয়ন সহযোগীরা এসব মন্তব্য করেন। এর আগে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বিশাল অর্থায়ন প্রয়োজন। এই অর্থায়ন জোগান দেওয়া ডেল্টা প্ল্যানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা বাস্তবায়ন করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট মাইলফলক হয়ে থাকবে। এই শতবর্ষী পরিকল্পনা একাধিক মন্ত্রণালয় ও বিভাগ বাস্তবায়ন করবে। তবে এ জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয় প্রয়োজন।