ইউনুসের গ্রামীণ ফাউন্ডেশন দেউলিয়া
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২২:৩৪
ঋণ আদায় করতে না পেরে দেউলিয়া হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের গ্রামীণ ফাউন্ডেশন স্কটল্যান্ড। প্রতিষ্ঠানটির পরিচালকদের একজন ছিলেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অনগ্রসর ব্যক্তিদের ক্ষুদ্র ঋণ দেয়া হতো গ্রামীণ ফাউন্ডেশন স্কটল্যান্ড নামের এই প্রতিষ্ঠানটি থেকে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়, ঋণগ্রহীতাদের অনেকে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে।
এ পরিস্থিতিতে, নতুন নিয়োগ পাওয়া আর্থিক কর্মকর্তা প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রি করে দেনা পরিশোধের ব্যবস্থা করবেন। প্রতিষ্ঠানটির সম্পত্তি ও দেনা ব্যবস্থাপনার দায়িত্ব নেয়া ডানকান এলএলপির কর্মকর্তা, ব্রায়ান মিলনে বলেছেন, প্রতিষ্ঠানের সব কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ উইনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পদ্ধতি অনুসরণ করে ২০১২ সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল। যুক্তরাজ্যের গ্রামীণ ব্যাংক হিসাবেই বিবেচিত হয়ে আসছিল। গ্লাসগোর ক্যালডোনিয়ান বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই প্রতিষ্ঠানটি আর্থিকভাবে অনগ্রসর সেইসব মানুষদেরই ঋণ দিতো, যাদের মূলধারার আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ দিতো না। কিন্তু অনেক ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি সংকটের মধ্যে পড়ে।
মি. মিলনে জানান, ''ঋণ গ্রহীতাদের কাছে প্রতিষ্ঠানটির প্রায় সোয়া তিন কোটি টাকার ঋণ রয়েছে।''
তিনি বিবিসিকে আরও বলেন, ''প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে পড়ায় ব্যবসা গুটিয়ে ফেলার আবেদন করেছেন পরিচালকরা।''
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২২:৩৪

ঋণ আদায় করতে না পেরে দেউলিয়া হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের গ্রামীণ ফাউন্ডেশন স্কটল্যান্ড। প্রতিষ্ঠানটির পরিচালকদের একজন ছিলেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অনগ্রসর ব্যক্তিদের ক্ষুদ্র ঋণ দেয়া হতো গ্রামীণ ফাউন্ডেশন স্কটল্যান্ড নামের এই প্রতিষ্ঠানটি থেকে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়, ঋণগ্রহীতাদের অনেকে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে।
এ পরিস্থিতিতে, নতুন নিয়োগ পাওয়া আর্থিক কর্মকর্তা প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রি করে দেনা পরিশোধের ব্যবস্থা করবেন। প্রতিষ্ঠানটির সম্পত্তি ও দেনা ব্যবস্থাপনার দায়িত্ব নেয়া ডানকান এলএলপির কর্মকর্তা, ব্রায়ান মিলনে বলেছেন, প্রতিষ্ঠানের সব কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ উইনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পদ্ধতি অনুসরণ করে ২০১২ সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল। যুক্তরাজ্যের গ্রামীণ ব্যাংক হিসাবেই বিবেচিত হয়ে আসছিল। গ্লাসগোর ক্যালডোনিয়ান বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই প্রতিষ্ঠানটি আর্থিকভাবে অনগ্রসর সেইসব মানুষদেরই ঋণ দিতো, যাদের মূলধারার আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ দিতো না। কিন্তু অনেক ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি সংকটের মধ্যে পড়ে।
মি. মিলনে জানান, ''ঋণ গ্রহীতাদের কাছে প্রতিষ্ঠানটির প্রায় সোয়া তিন কোটি টাকার ঋণ রয়েছে।''
তিনি বিবিসিকে আরও বলেন, ''প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে পড়ায় ব্যবসা গুটিয়ে ফেলার আবেদন করেছেন পরিচালকরা।''