বছরে বাংলাদেশকে ৬৭৪ মিলিয়ন ডলার কর দেয় না বহুজাতিক বিভিন্ন সংস্থা
অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর, ২০২০ ১৮:৪৯
বাংলাদেশ বছরে ৭০৩ মিলিয়ন ডলারের বেশি কর থেকে বঞ্চিত হয়। আর বাংলাদেশকে সবচেয়ে বেশি কর বঞ্চিত করছে বিভিন্ন বহুজাতিক সংস্থা। যার পরিমাণ বছরে ৬৭৪ মিলিয়ন ডলার। অপরদিকে ব্যক্তি পর্যায়ে এ পরিমাণ ২৯ ডলার।
দ্য স্টেট অব ট্যাক্স জাস্টিস ২০২০ তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই ৭০৩ মিলিয়ন ডলার মোট করের তিন দশমিক পাঁচ শতাংশ এবং স্বাস্থ্য খাতের বাজেটের ৬১ দশমিক ৮৯ শতাংশ ও শিক্ষা বাজেটের ১৩ দশমিক ৯৫ শতাংশ।
দক্ষিণ এশিয়ায় কর বঞ্চিত হওয়ার তালিকায় বাংলাদেশ ভার ও পাকিস্তানের তুলনায় পিছিয়ে আছে। ভারত বছরে ১০ দশমিক ৩২ বিলিয়ন এবং পাকিস্তান দুই দশমিক পাঁচ তিনি বিলিয়ন ডলার কর আদায় করতে পারে না। শ্রীলঙ্কায় যা ১০৪ মিলিয়ন, নেপালে নয় দশমিক ২৬ মিলিয়ন, মালদ্বীপে ৬৮৬ দশমিক ৪৪ মিলিয়ন এবং ভুটানে ৮৮ হাজার ৮১৭ ডলার।
বিশ্বের সব দেশ বছরে ৪২৭ বিলিয়ন ডলার কর বঞ্চিত হয়। যা ৩৪ মিলিয়ন সেবিকার বাৎসরিক বেতনের সমান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর, ২০২০ ১৮:৪৯

বাংলাদেশ বছরে ৭০৩ মিলিয়ন ডলারের বেশি কর থেকে বঞ্চিত হয়। আর বাংলাদেশকে সবচেয়ে বেশি কর বঞ্চিত করছে বিভিন্ন বহুজাতিক সংস্থা। যার পরিমাণ বছরে ৬৭৪ মিলিয়ন ডলার। অপরদিকে ব্যক্তি পর্যায়ে এ পরিমাণ ২৯ ডলার।
দ্য স্টেট অব ট্যাক্স জাস্টিস ২০২০ তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই ৭০৩ মিলিয়ন ডলার মোট করের তিন দশমিক পাঁচ শতাংশ এবং স্বাস্থ্য খাতের বাজেটের ৬১ দশমিক ৮৯ শতাংশ ও শিক্ষা বাজেটের ১৩ দশমিক ৯৫ শতাংশ।
দক্ষিণ এশিয়ায় কর বঞ্চিত হওয়ার তালিকায় বাংলাদেশ ভার ও পাকিস্তানের তুলনায় পিছিয়ে আছে। ভারত বছরে ১০ দশমিক ৩২ বিলিয়ন এবং পাকিস্তান দুই দশমিক পাঁচ তিনি বিলিয়ন ডলার কর আদায় করতে পারে না। শ্রীলঙ্কায় যা ১০৪ মিলিয়ন, নেপালে নয় দশমিক ২৬ মিলিয়ন, মালদ্বীপে ৬৮৬ দশমিক ৪৪ মিলিয়ন এবং ভুটানে ৮৮ হাজার ৮১৭ ডলার।
বিশ্বের সব দেশ বছরে ৪২৭ বিলিয়ন ডলার কর বঞ্চিত হয়। যা ৩৪ মিলিয়ন সেবিকার বাৎসরিক বেতনের সমান।