বাণিজ্যমেলায় যেতে মানতে হবে স্বাস্থ্যবিধি, মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ
নিজস্ব প্রতিবেদক | ১১ জানুয়ারি, ২০২২ ১৯:৩৪
দেশে করোনা শনাক্তের হার ও সংক্রমণ বেড়ে যাওয়াতে সরকার এরইমধ্যে বিধিনিষেধ আরোপ করেছে। এ পরিস্থিতিতে রাজধানীর পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা কর্তৃপক্ষও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মেলার পরিচালক ইপিবির সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার থেকে কোনো দর্শনার্থী মাস্ক ছাড়া বাণিজ্যমেলায় প্রবেশ করতে পারবেন না। ভেতরেও মাস্ক পরিধান নিশ্চিত করতে বিশেষ নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, সরকারের জারি করা বিধিনিষেধে ঘরের বাইরে মাস্ক ব্যবহারসহ রেস্তোরাঁয় বসে খাওয়ার ক্ষেত্রে করোনা টিকার সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। গণপরিবহণে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে বলা হয়েছে। এসব বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে।
এ অবস্থায় মেলা সংক্ষিপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে ইফতেখার চৌধুরী বলেন, রেস্তোরাঁয় বসে খাওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা জারি করা হয়েছে মেলার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। বৃহস্পতিবার থেকে বিষয়টি দেখব।
একবছর বিরতি দিয়ে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) গত ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। এর আগে ১৯৯৫ সাল থেকে মেলার আসর বসতো রাজধানী ঢাকার আগারগাঁওয়ে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ জানুয়ারি, ২০২২ ১৯:৩৪

দেশে করোনা শনাক্তের হার ও সংক্রমণ বেড়ে যাওয়াতে সরকার এরইমধ্যে বিধিনিষেধ আরোপ করেছে। এ পরিস্থিতিতে রাজধানীর পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা কর্তৃপক্ষও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মেলার পরিচালক ইপিবির সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার থেকে কোনো দর্শনার্থী মাস্ক ছাড়া বাণিজ্যমেলায় প্রবেশ করতে পারবেন না। ভেতরেও মাস্ক পরিধান নিশ্চিত করতে বিশেষ নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, সরকারের জারি করা বিধিনিষেধে ঘরের বাইরে মাস্ক ব্যবহারসহ রেস্তোরাঁয় বসে খাওয়ার ক্ষেত্রে করোনা টিকার সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। গণপরিবহণে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে বলা হয়েছে। এসব বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে।
এ অবস্থায় মেলা সংক্ষিপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে ইফতেখার চৌধুরী বলেন, রেস্তোরাঁয় বসে খাওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা জারি করা হয়েছে মেলার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। বৃহস্পতিবার থেকে বিষয়টি দেখব।
একবছর বিরতি দিয়ে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) গত ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। এর আগে ১৯৯৫ সাল থেকে মেলার আসর বসতো রাজধানী ঢাকার আগারগাঁওয়ে।