কনকা আ্যন্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টেলিভিশন
প্রেস বিজ্ঞপ্তি | ৩ জুলাই, ২০২২ ২১:২১
১. কনকা টিভিতে রয়েছে আন্তর্জাতিক মানের উন্নত সব প্রযুক্তি যেমন- 4K, True Color, Home share, Cavity Speaker, Dolby Digital Sound system Ges TFT Frameless LED display screen|
২. কনকা টিভিতে রয়েছে 4K UHD resolution, HDR10 (1.07 billion color), Endless content with (Android 11.0 OS) Google assistant/Google play/ chrome cast built-in Ges 2GB RAM/16GB internal memory.
৩. এ ছাড়া কনকা টিভিতে সহজে উপভোগ করা যায় All top apps and games, Wi-Fi connection, Apps download, Netflix, YouTube, Amazon Prime Video.
৪. এই মুহুর্তে ১৫টিরও অধিক মডেল নিয়ে কনকা ব্র্যান্ডের টেলিভিশন সারাদেশে বিপণন কার্যক্রম পরিচালনা করছে। যার সর্বনিম্ন দাম ১১,০০০/= এবং সর্বোচ্চ দাম ৯০,০০০/=। ইতোমধ্যে আরো নতুন মডেলের [মডেল নং- UDL43QR680ANT, UDL55MH794ANTS, UDL65MP663ANTS, Ges UDG75QR804ANT] কনকা অ্যানড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি বাজারে এসেছে।
৫. দেশে বর্তমানে বাৎসরিক টেলিভিশনের চাহিদা প্রায় ১৫ লাখ। কনকা ব্র্যান্ডের টেলিভিশন বাজারে একটি ভালো অবস্থানে রয়েছে এবং মোট টেলিভিশন মার্কেট শেয়ারের ২৫-৩০ শতাংশ কনকা ব্র্যান্ডের দখলে। প্রতিবছর বছর বাজারে টেলিভিশনের চাহিদা ১৫-২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।
৬. ইলেক্ট্রো মার্ট লিমিটেড সর্বস্তরের ক্রেতার টিভি ক্রয়ের সুবিধার্থে কিস্তিতে ও কার্ডে কেনার ক্ষেত্রে নানাবিধ সহজ সুবিধা প্রদান করেছে। অতিরিক্ত মূল্য ছাড়াই বাৎসরিক কিস্তিতে পণ্য ক্রয়। সকল তফসিলি ব্যাংকের কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত কিস্তি সুবিধা। বছরব্যাপী ক্রেতা সাধারণের সুবিধার্থে বিভিন্ন ধরনের অফার ও নগদ মূল্য ছাড় প্রদান করা হয়।
৭. ইলেক্ট্রো মার্ট লিমিটেড সর্বস্তরের ক্রেতাদের জন্য দিচ্ছে কনকা অ্যানড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভির বিক্রয়োত্তর ৪ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, সকল প্রকার পার্টসের ২ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ৪ বছরের জন্য বিক্রয়োত্তর ফ্রি সার্ভিস সুবিধা। এছাড়া দেশব্যাপী বিক্রয়োত্তর নিজস্ব সেবা কেন্দ্রের মাধ্যমে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হোম সার্ভিস পর্যন্ত দেয়া হয়।
৮. টেলিভিশন শিল্পখাতের গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এর আমদানি পর্য়ায়ে কাঁচামাল ও যন্ত্রাংশের উপর আরোপিত ভ্যাট ও ট্যাক্স যা সহজীকরণ করলে এইখাত আরো দ্রুত বৃদ্ধি পাবে। টেলিভিশনের উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান বাড়াাতে ইলেক্ট্রো মার্ট লিমিটেড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করি অল্প সময়ের মধ্যে এদেশের টিভি বাজারের ৫০ শতাংশ শেয়ার আমাদের অধীনে আসবে এবং এদেশের মানুষের ঘরে ঘরে সাধ্যের মধ্যে মানসম্মত কনকা টিভি পৌঁছে দিতে পারব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
প্রেস বিজ্ঞপ্তি | ৩ জুলাই, ২০২২ ২১:২১

১. কনকা টিভিতে রয়েছে আন্তর্জাতিক মানের উন্নত সব প্রযুক্তি যেমন- 4K, True Color, Home share, Cavity Speaker, Dolby Digital Sound system Ges TFT Frameless LED display screen|
২. কনকা টিভিতে রয়েছে 4K UHD resolution, HDR10 (1.07 billion color), Endless content with (Android 11.0 OS) Google assistant/Google play/ chrome cast built-in Ges 2GB RAM/16GB internal memory.
৩. এ ছাড়া কনকা টিভিতে সহজে উপভোগ করা যায় All top apps and games, Wi-Fi connection, Apps download, Netflix, YouTube, Amazon Prime Video.
৪. এই মুহুর্তে ১৫টিরও অধিক মডেল নিয়ে কনকা ব্র্যান্ডের টেলিভিশন সারাদেশে বিপণন কার্যক্রম পরিচালনা করছে। যার সর্বনিম্ন দাম ১১,০০০/= এবং সর্বোচ্চ দাম ৯০,০০০/=। ইতোমধ্যে আরো নতুন মডেলের [মডেল নং- UDL43QR680ANT, UDL55MH794ANTS, UDL65MP663ANTS, Ges UDG75QR804ANT] কনকা অ্যানড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি বাজারে এসেছে।
৫. দেশে বর্তমানে বাৎসরিক টেলিভিশনের চাহিদা প্রায় ১৫ লাখ। কনকা ব্র্যান্ডের টেলিভিশন বাজারে একটি ভালো অবস্থানে রয়েছে এবং মোট টেলিভিশন মার্কেট শেয়ারের ২৫-৩০ শতাংশ কনকা ব্র্যান্ডের দখলে। প্রতিবছর বছর বাজারে টেলিভিশনের চাহিদা ১৫-২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।
৬. ইলেক্ট্রো মার্ট লিমিটেড সর্বস্তরের ক্রেতার টিভি ক্রয়ের সুবিধার্থে কিস্তিতে ও কার্ডে কেনার ক্ষেত্রে নানাবিধ সহজ সুবিধা প্রদান করেছে। অতিরিক্ত মূল্য ছাড়াই বাৎসরিক কিস্তিতে পণ্য ক্রয়। সকল তফসিলি ব্যাংকের কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত কিস্তি সুবিধা। বছরব্যাপী ক্রেতা সাধারণের সুবিধার্থে বিভিন্ন ধরনের অফার ও নগদ মূল্য ছাড় প্রদান করা হয়।
৭. ইলেক্ট্রো মার্ট লিমিটেড সর্বস্তরের ক্রেতাদের জন্য দিচ্ছে কনকা অ্যানড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভির বিক্রয়োত্তর ৪ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, সকল প্রকার পার্টসের ২ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ৪ বছরের জন্য বিক্রয়োত্তর ফ্রি সার্ভিস সুবিধা। এছাড়া দেশব্যাপী বিক্রয়োত্তর নিজস্ব সেবা কেন্দ্রের মাধ্যমে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হোম সার্ভিস পর্যন্ত দেয়া হয়।
৮. টেলিভিশন শিল্পখাতের গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এর আমদানি পর্য়ায়ে কাঁচামাল ও যন্ত্রাংশের উপর আরোপিত ভ্যাট ও ট্যাক্স যা সহজীকরণ করলে এইখাত আরো দ্রুত বৃদ্ধি পাবে। টেলিভিশনের উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান বাড়াাতে ইলেক্ট্রো মার্ট লিমিটেড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করি অল্প সময়ের মধ্যে এদেশের টিভি বাজারের ৫০ শতাংশ শেয়ার আমাদের অধীনে আসবে এবং এদেশের মানুষের ঘরে ঘরে সাধ্যের মধ্যে মানসম্মত কনকা টিভি পৌঁছে দিতে পারব।