হাসনা হেনার মুক্তির দাবিতে ভিকারুননিসার ছাত্রীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | ৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫৫
শিক্ষিকার মুক্তির দাবিতে ভিকারুননিসার আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: দেশ রুপান্তর।
শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তারা গ্রেফতার শিক্ষিকা হাসনা হেনার মুক্তিও দাবি করেছেন।
রাজধানীর ভিকারুননিসার ছাত্রীরা শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে। দাবি আদায় না হলে রোববারও ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার বেলো সাড়ে ১১টা থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। গ্রেফতার শ্রেণি শিক্ষিকার মুক্তির পাশাপাশি ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আটকের দাবি জানান তারা।
দুপুর দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে কলেজ শাখার শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, "অরিত্রীর বাবা-মাকে অধ্যক্ষের কক্ষে ডেকে নেওয়া ও তাদেরকে বের করে দেওয়ার সর্ম্পূণ ভিডিও আমরা দেখেছি। শিক্ষিকা হাসনা হেনা শুধু অরিত্রীর বাবা-মাকে স্কুলের অধ্যক্ষের কক্ষ র্পযন্ত পৌঁছে দিয়েছেন। এর বাইরে তিনি আর কিছু করেননি। এজন্য তিনি দোষী হতে পারেন না।’
তারা আরো বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে পক্ষপাতিত্ব করা হয়েছে। প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে।" সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ধরে আইনের আওতায় আনার দাবি করেন তারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫৫

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তারা গ্রেফতার শিক্ষিকা হাসনা হেনার মুক্তিও দাবি করেছেন।
রাজধানীর ভিকারুননিসার ছাত্রীরা শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে। দাবি আদায় না হলে রোববারও ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার বেলো সাড়ে ১১টা থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। গ্রেফতার শ্রেণি শিক্ষিকার মুক্তির পাশাপাশি ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আটকের দাবি জানান তারা।
দুপুর দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে কলেজ শাখার শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, "অরিত্রীর বাবা-মাকে অধ্যক্ষের কক্ষে ডেকে নেওয়া ও তাদেরকে বের করে দেওয়ার সর্ম্পূণ ভিডিও আমরা দেখেছি। শিক্ষিকা হাসনা হেনা শুধু অরিত্রীর বাবা-মাকে স্কুলের অধ্যক্ষের কক্ষ র্পযন্ত পৌঁছে দিয়েছেন। এর বাইরে তিনি আর কিছু করেননি। এজন্য তিনি দোষী হতে পারেন না।’
তারা আরো বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে পক্ষপাতিত্ব করা হয়েছে। প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে।" সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ধরে আইনের আওতায় আনার দাবি করেন তারা।