ভিকারুননিসাকে নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষা সচিব
নিজস্ব প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৪
গ্রেফতার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে রোববার ভিকারুননিসার ছাত্রীদের অনশন ভাঙান শিক্ষকরা। ছবি: সাহাদাত পারভেজ। দেশ রূপান্তর।
রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষামন্ত্রণালয়। রবিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের এ কথা জানান।
স্কুলটির নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী’র আত্মহত্যার ঘটনায় ছাত্রী ও অভিভাবকরা তীব্র প্রতিক্রিয়া জানান। বিক্ষুব্ধরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অভিযোগ জানান। এই প্রেক্ষাপটে ইতোমধ্যে নড়েচড়ে বসেছে শিক্ষামন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন জানান, মন্ত্রণালয়ের কাছে যাওয়া নানা অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণে বহুমূখি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই স্কুলের পরিচালনা পর্ষদ কীভাবে কার্যকর থাকবে, শিক্ষকরা কীভাবে পরিচালতি হবেন এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে জানান সচিব।
ভিকারুননিসা নিয়ে বৈঠক হয়েছে জানিয়ে শিক্ষাসচিব সংবাদিকদেরকে বলেন, ‘যাতে প্রতিষ্ঠানটি ভালোভাবে চলে, শিক্ষক, অভিভাবকদের সন্তুষ্টি থাকে, যাতে শিক্ষকদের মর্যাদা সমুন্নত থাকে,শিক্ষার্থীরা প্রকৃত নাগরিক হয়ে গড়ে উঠতে পারে সেজন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।'
সচিব বলেন, ‘আমরা স্কুলটির বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি,আগামীতে আরও নেবো। ইতোমধ্যে মাননীয় আদালত একটা কমিটি করে দিয়েছেন, আমরাও কমিটি করেছি।'
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী গত ৩ ডিসেম্বর শান্তিনগরের বাসায় আত্মহত্যা করেন। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্তে অরিত্রীর আত্মহত্যায় ‘প্ররোচনার’ জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতি শাখার প্রধান জিনাত আখতার ও শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে চিহ্নিত করা হয় এবং তাদের বরখাস্ত ও এমপিও বাতিল করা হয়। পরে শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার করে পুলিশ।
প্রত্যেকেরই আদালতে যাওয়ার অধিকার আছে মন্তব্য করে সচিব এ প্রসঙ্গে বলেন, ‘যিনি গ্রেফতার হয়েছেন তিনি আদালতে তার বক্তব্য রাখতে পারেন, আদালত সিদ্ধান্ত দেবে।‘
ভিকারুননিসায় ভবিষ্যতে যেন অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি না হতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানান সচিব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৪

রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষামন্ত্রণালয়। রবিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের এ কথা জানান।
স্কুলটির নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী’র আত্মহত্যার ঘটনায় ছাত্রী ও অভিভাবকরা তীব্র প্রতিক্রিয়া জানান। বিক্ষুব্ধরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অভিযোগ জানান। এই প্রেক্ষাপটে ইতোমধ্যে নড়েচড়ে বসেছে শিক্ষামন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন জানান, মন্ত্রণালয়ের কাছে যাওয়া নানা অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণে বহুমূখি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই স্কুলের পরিচালনা পর্ষদ কীভাবে কার্যকর থাকবে, শিক্ষকরা কীভাবে পরিচালতি হবেন এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে জানান সচিব।
ভিকারুননিসা নিয়ে বৈঠক হয়েছে জানিয়ে শিক্ষাসচিব সংবাদিকদেরকে বলেন, ‘যাতে প্রতিষ্ঠানটি ভালোভাবে চলে, শিক্ষক, অভিভাবকদের সন্তুষ্টি থাকে, যাতে শিক্ষকদের মর্যাদা সমুন্নত থাকে,শিক্ষার্থীরা প্রকৃত নাগরিক হয়ে গড়ে উঠতে পারে সেজন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।'
সচিব বলেন, ‘আমরা স্কুলটির বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি,আগামীতে আরও নেবো। ইতোমধ্যে মাননীয় আদালত একটা কমিটি করে দিয়েছেন, আমরাও কমিটি করেছি।'
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী গত ৩ ডিসেম্বর শান্তিনগরের বাসায় আত্মহত্যা করেন। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্তে অরিত্রীর আত্মহত্যায় ‘প্ররোচনার’ জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতি শাখার প্রধান জিনাত আখতার ও শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে চিহ্নিত করা হয় এবং তাদের বরখাস্ত ও এমপিও বাতিল করা হয়। পরে শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার করে পুলিশ।
প্রত্যেকেরই আদালতে যাওয়ার অধিকার আছে মন্তব্য করে সচিব এ প্রসঙ্গে বলেন, ‘যিনি গ্রেফতার হয়েছেন তিনি আদালতে তার বক্তব্য রাখতে পারেন, আদালত সিদ্ধান্ত দেবে।‘
ভিকারুননিসায় ভবিষ্যতে যেন অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি না হতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানান সচিব।