শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা শনিবার
নেত্রকোনা প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ২২:১৩
নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টিতে প্রথম বছরে ভর্তির সুযোগ পাচ্ছে ৯০ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রফিক উল্লাহ খান জানান, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলা, ইংরেজি ও অর্থনীতি এই তিনটি বিভাগে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। কলা অনুষদে চার হাজার ১৮২ জন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে এক হাজার ৭৮৪ জন আবেদন করেছে।
উপাচার্য বলেন, প্রতিটি আসনের বিপরীতে ৬৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
ভর্তি পরীক্ষা জেলা শহরে সাতপাইয়ে সরকারি কলেজ, মোক্তারপাড়ায় নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ও আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বনোয়াপাড়ায় আবু আব্বাস ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে।
২০১৮ সালের ফ্রেব্রুয়ারী মাসে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন-২০১৮ পাস হয়। প্রায় ৫০০ একর জমির উপর স্থাপিত হবে বিশ্ববিদ্যালয়টি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নেত্রকোনা প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ২২:১৩

নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টিতে প্রথম বছরে ভর্তির সুযোগ পাচ্ছে ৯০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রফিক উল্লাহ খান জানান, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলা, ইংরেজি ও অর্থনীতি এই তিনটি বিভাগে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। কলা অনুষদে চার হাজার ১৮২ জন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে এক হাজার ৭৮৪ জন আবেদন করেছে। উপাচার্য বলেন, প্রতিটি আসনের বিপরীতে ৬৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভর্তি পরীক্ষা জেলা শহরে সাতপাইয়ে সরকারি কলেজ, মোক্তারপাড়ায় নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ও আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বনোয়াপাড়ায় আবু আব্বাস ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের ফ্রেব্রুয়ারী মাসে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন-২০১৮ পাস হয়। প্রায় ৫০০ একর জমির উপর স্থাপিত হবে বিশ্ববিদ্যালয়টি।