সফলতার ৪ পরামর্শ দিলেন ববি উপাচার্য
শফিকুল ইসলাম, ববি প্রতিনিধি | ১৬ নভেম্বর, ২০১৯ ২১:০০
ছবি: দেশ রূপান্তর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের ৪ টি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, জীবনে সফল হতে হলে চারটি বিষয় মেনে চলা প্রয়োজন। এই সময় তিনি ‘সময়কে মেনে চলা, নিয়মের মধ্যে থাকা, হতাশ না হওয়া এবং সৎ থাকা’র কথা উল্লেখ করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স সেন্টারে আইন বিভাগ আয়োজিত 'গ্রাজুয়েশন ডিনার' অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের এই পরামর্শ দেন। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে মতামত দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার, সহকারী অধ্যাপক সাদেকুর রহমান, ক্যামেলিয়া খান, সুলতানা জাহান, নবগঠিত ববি ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি অমিত হাসান রক্তিম, ববি আইন ছাত্র পরিষদের ভিপি বিধান চন্দ্র দাস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, এ বছর আইন বিভাগের ১ম ব্যাচ থেকে ৫১ জন শিক্ষার্থী স্নাতক (সম্মান) এল.এল.বি সম্পন্ন করেন।
শেয়ার করুন
শফিকুল ইসলাম, ববি প্রতিনিধি | ১৬ নভেম্বর, ২০১৯ ২১:০০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের ৪ টি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, জীবনে সফল হতে হলে চারটি বিষয় মেনে চলা প্রয়োজন। এই সময় তিনি ‘সময়কে মেনে চলা, নিয়মের মধ্যে থাকা, হতাশ না হওয়া এবং সৎ থাকা’র কথা উল্লেখ করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স সেন্টারে আইন বিভাগ আয়োজিত 'গ্রাজুয়েশন ডিনার' অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের এই পরামর্শ দেন। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে মতামত দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার, সহকারী অধ্যাপক সাদেকুর রহমান, ক্যামেলিয়া খান, সুলতানা জাহান, নবগঠিত ববি ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি অমিত হাসান রক্তিম, ববি আইন ছাত্র পরিষদের ভিপি বিধান চন্দ্র দাস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, এ বছর আইন বিভাগের ১ম ব্যাচ থেকে ৫১ জন শিক্ষার্থী স্নাতক (সম্মান) এল.এল.বি সম্পন্ন করেন।