পবিপ্রবির রেজিস্ট্রার নিয়োগ স্থগিত
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ২১:০৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরিচালক (হিসাব)পদের নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত (গত ২৩ নভেম্বর) স্বাক্ষরিত এক আদেশে চলমান শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কার্যক্রমের মধ্যে থেকে বুধবার বিষয়টি জানা যায়, এ দুটি পদের নিয়োগ স্থগিত করা হয়েছে।
গত ২৯ অক্টোবর ও ৩ নভেম্বর পৃথক দুটি বিজ্ঞাপনে বিভিন্ন বিষয়ে ১২ জন প্রভাষক, পিএ টু প্রো ভিসি, ১ জন রেজিস্ট্রার, ১ জন পরিচালক (হিসাব), ২ জন সেকশন অফিসার, ১ জন উপ-খামার তত্ত্বাবধায়ক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। বিজ্ঞাপিত অন্য সব পদের নিয়োগ কার্যক্রম যথারীতি চলমান থাকলেও অনিবার্য কারণ উল্লেখ করে আকস্মিক উপরোক্ত দুটি পদের নিয়োগ স্থগিত রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত নিয়োগ স্থগিতকরণের সত্যতা নিশ্চিত করে বলেন, পদ দুটিতে বিভাগীয় একাধিক প্রার্থী থাকার কারণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় পদ দুটির নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ২১:০৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরিচালক (হিসাব)পদের নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত (গত ২৩ নভেম্বর) স্বাক্ষরিত এক আদেশে চলমান শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কার্যক্রমের মধ্যে থেকে বুধবার বিষয়টি জানা যায়, এ দুটি পদের নিয়োগ স্থগিত করা হয়েছে।
গত ২৯ অক্টোবর ও ৩ নভেম্বর পৃথক দুটি বিজ্ঞাপনে বিভিন্ন বিষয়ে ১২ জন প্রভাষক, পিএ টু প্রো ভিসি, ১ জন রেজিস্ট্রার, ১ জন পরিচালক (হিসাব), ২ জন সেকশন অফিসার, ১ জন উপ-খামার তত্ত্বাবধায়ক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। বিজ্ঞাপিত অন্য সব পদের নিয়োগ কার্যক্রম যথারীতি চলমান থাকলেও অনিবার্য কারণ উল্লেখ করে আকস্মিক উপরোক্ত দুটি পদের নিয়োগ স্থগিত রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত নিয়োগ স্থগিতকরণের সত্যতা নিশ্চিত করে বলেন, পদ দুটিতে বিভাগীয় একাধিক প্রার্থী থাকার কারণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় পদ দুটির নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।