রাবিতে নিয়োগপ্রত্যাশীদের আন্দোলন স্থগিত
রাবি প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২১ ২০:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের আন্দোলন স্থগিত হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের এক বৈঠকের পর চাকরিপ্রত্যাশীরা এ ঘোষণা দেন।
বৈঠক থেকে বেরিয়ে এসে প্রশাসন ভবনের সামনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়েরই সাবেক এক শারীরিক প্রতিবন্ধী ছাত্রকে চাকরি দেওয়া নিয়ে সাবেক ছাত্রনেতাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে সব নিয়োগে যে নিষেধাজ্ঞা আছে, সেটি নিরসনের জন্য আমরা যারা রাজনৈতিক নেতা আছি, এমপি, মেয়রসহ তারা মন্ত্রণালয়ে কথা বলব। যেন তারা দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে উপাচার্য ও আমরা যৌথভাবে কাজ করতে একমত হয়েছি। যদি এটি প্রত্যাহার হয়ে যায়, তাহলে আবারও চাকরির দুয়ারটা খুলে যাবে।
আন্দোলনকারী ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘তারা আমাদের অভিভাবক। তাদের ওপর আস্থা-বিশ্বাস রেখে আমরা আন্দোলন স্থগিত করছি।
বিকেলে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, দুপক্ষ মিলে যৌথভাবে নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চেষ্টার আশ্বাসে চাকরিপ্রত্যাশীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
রাবি প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২১ ২০:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের আন্দোলন স্থগিত হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের এক বৈঠকের পর চাকরিপ্রত্যাশীরা এ ঘোষণা দেন।
বৈঠক থেকে বেরিয়ে এসে প্রশাসন ভবনের সামনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়েরই সাবেক এক শারীরিক প্রতিবন্ধী ছাত্রকে চাকরি দেওয়া নিয়ে সাবেক ছাত্রনেতাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে সব নিয়োগে যে নিষেধাজ্ঞা আছে, সেটি নিরসনের জন্য আমরা যারা রাজনৈতিক নেতা আছি, এমপি, মেয়রসহ তারা মন্ত্রণালয়ে কথা বলব। যেন তারা দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে উপাচার্য ও আমরা যৌথভাবে কাজ করতে একমত হয়েছি। যদি এটি প্রত্যাহার হয়ে যায়, তাহলে আবারও চাকরির দুয়ারটা খুলে যাবে।
আন্দোলনকারী ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘তারা আমাদের অভিভাবক। তাদের ওপর আস্থা-বিশ্বাস রেখে আমরা আন্দোলন স্থগিত করছি।
বিকেলে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, দুপক্ষ মিলে যৌথভাবে নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চেষ্টার আশ্বাসে চাকরিপ্রত্যাশীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে।