চমেকে ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫
চট্টগ্রাম ব্যুরো | ২ মার্চ, ২০২১ ১৮:১৯
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ছাত্রাবাসের দুটি কক্ষ ভাঙচুর এবং পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখার সময় ক্যাম্পাসে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল।
চমেক সূত্র জানায়, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী একটি গ্রুপের ক্যাম্পাসে মিছিল করাকে কেন্দ্র করে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থিত অপর গ্রুপের সঙ্গে বাকবিতণ্ডার থেকে সংঘর্ষ ঘটে।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান চৌধুরী ছাত্রাবাসের দুটি কক্ষ ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে।
সংঘর্ষ শুরু হওয়ার পর চমেক অধ্যক্ষ অধ্যাপক শাহেনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। তারা দুই গ্রুপের মধ্যে আলোচনার জন্য চেষ্টা করছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ২ মার্চ, ২০২১ ১৮:১৯

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ছাত্রাবাসের দুটি কক্ষ ভাঙচুর এবং পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখার সময় ক্যাম্পাসে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল।
চমেক সূত্র জানায়, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী একটি গ্রুপের ক্যাম্পাসে মিছিল করাকে কেন্দ্র করে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থিত অপর গ্রুপের সঙ্গে বাকবিতণ্ডার থেকে সংঘর্ষ ঘটে।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান চৌধুরী ছাত্রাবাসের দুটি কক্ষ ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে।
সংঘর্ষ শুরু হওয়ার পর চমেক অধ্যক্ষ অধ্যাপক শাহেনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। তারা দুই গ্রুপের মধ্যে আলোচনার জন্য চেষ্টা করছেন।