সাদেকা হালিমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের
ঢাবি প্রতিনিধি | ৪ মার্চ, ২০২১ ১৬:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাদেকা হালিমের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গবেষণা জালিয়াতির অভিযোগ উত্থাপিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সম্মান রক্ষার্থে দ্রুত তদন্ত কমিটি গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে উত্থাপিত গবেষণা জালিয়াতির অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
এর আগে মঙ্গলবার সাদেকা হালিমের গবেষণার চৌর্যবৃত্তির তদন্ত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোশতাক আহমেদ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঢাবি প্রতিনিধি | ৪ মার্চ, ২০২১ ১৬:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাদেকা হালিমের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গবেষণা জালিয়াতির অভিযোগ উত্থাপিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সম্মান রক্ষার্থে দ্রুত তদন্ত কমিটি গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে উত্থাপিত গবেষণা জালিয়াতির অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
এর আগে মঙ্গলবার সাদেকা হালিমের গবেষণার চৌর্যবৃত্তির তদন্ত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোশতাক আহমেদ।