শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ঢাকায় শাবিপ্রবির ৫ শিক্ষক
শাবিপ্রবি প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২২ ২৩:৩৬
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক ঢাকা পৌঁছেছেন। শুক্রবার রাত ১১টার দিকে তারা ক্যাম্পাস থেকে ঢাকা পৌঁছান বলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাশ দেশ রূপান্তরকে জানান।
প্রতিনিধি দলে তিনি ছাড়াও আছেন ফিজিক্যাল সায়েন্সের অনুষদ ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মুহিবুল আলম, অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. খায়েরুল ইসলাম রুবেল।
এর আগে শুক্রবার বিকেলে শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভার্চ্যুয়ালি কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ওই আলাপে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের আট প্রতিনিধির বৈঠকের সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ জানিয়ে তারা ভার্চ্যুয়ালি অথবা শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে এসে বৈঠকের আহ্বান জানান।
যে কারণে তাদের ছাড়াই শিক্ষকদের প্রতিনিধি দল ঢাকায় রওনা হন। তবে কখন বৈঠক শুরু হবে এ বিষয়ে কিছু বলতে পারেননি তুলসী কুমার দাশ।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনের অন্যতম মুখপাত্র শাহরিয়ার আবেদিন দেশ রূপান্তরকে জানান, ঢাকা গিয়ে বৈঠক করার মতো শারীরিক বা মানসিক অবস্থা তাদের নেই।
পরে অনশনরত এক ছাত্রও সাংবাদিকদের একই মতামত জানান।
শুক্রবার দুপুর ৩টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শাবিপ্রবিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে আসেন। এ সময় তারা ভিডিও কলে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের কথা বলিয়ে দেন।
শাহরিয়ার জানান, ভিডিও কলে কথা বলার পর আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকা যাওয়ার কথা থাকলেও অনশনরত ও আন্দোলনরত অনেক শিক্ষার্থী অসুস্থ হওয়ায় তারা ঢাকা যাওয়ার মতো অবস্থায় নেই।
তিনি বলেন, তার পরিবর্তে শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে এসে বৈঠক আয়োজনের অথবা বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে অনলাইনে আলোচনার সুযোগ দিতে অনুরোধ জানানো হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে পরামর্শ করা হবে বলেও আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়।
শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট বডির পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদত্যাগের দাবিতে এখন আমরণ অনশন পালন করছেন শিক্ষার্থীরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শাবিপ্রবি প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২২ ২৩:৩৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক ঢাকা পৌঁছেছেন। শুক্রবার রাত ১১টার দিকে তারা ক্যাম্পাস থেকে ঢাকা পৌঁছান বলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাশ দেশ রূপান্তরকে জানান।
প্রতিনিধি দলে তিনি ছাড়াও আছেন ফিজিক্যাল সায়েন্সের অনুষদ ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মুহিবুল আলম, অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. খায়েরুল ইসলাম রুবেল।
এর আগে শুক্রবার বিকেলে শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভার্চ্যুয়ালি কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ওই আলাপে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের আট প্রতিনিধির বৈঠকের সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ জানিয়ে তারা ভার্চ্যুয়ালি অথবা শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে এসে বৈঠকের আহ্বান জানান।
যে কারণে তাদের ছাড়াই শিক্ষকদের প্রতিনিধি দল ঢাকায় রওনা হন। তবে কখন বৈঠক শুরু হবে এ বিষয়ে কিছু বলতে পারেননি তুলসী কুমার দাশ।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনের অন্যতম মুখপাত্র শাহরিয়ার আবেদিন দেশ রূপান্তরকে জানান, ঢাকা গিয়ে বৈঠক করার মতো শারীরিক বা মানসিক অবস্থা তাদের নেই।
পরে অনশনরত এক ছাত্রও সাংবাদিকদের একই মতামত জানান।
শুক্রবার দুপুর ৩টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শাবিপ্রবিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে আসেন। এ সময় তারা ভিডিও কলে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের কথা বলিয়ে দেন।
শাহরিয়ার জানান, ভিডিও কলে কথা বলার পর আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকা যাওয়ার কথা থাকলেও অনশনরত ও আন্দোলনরত অনেক শিক্ষার্থী অসুস্থ হওয়ায় তারা ঢাকা যাওয়ার মতো অবস্থায় নেই।
তিনি বলেন, তার পরিবর্তে শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে এসে বৈঠক আয়োজনের অথবা বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে অনলাইনে আলোচনার সুযোগ দিতে অনুরোধ জানানো হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে পরামর্শ করা হবে বলেও আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়।
শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট বডির পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদত্যাগের দাবিতে এখন আমরণ অনশন পালন করছেন শিক্ষার্থীরা।