শাবি ভিসির পদত্যাগ দাবিতে জাহাঙ্গীরনগরে মশাল মিছিল
জাবি প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২২ ০৮:২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ ও নারীর প্রতি বৈষম্য নিরসনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল হয়েছে।
শনিবার রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি চৌরঙ্গী মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মশাল মিছিল ও সমাবেশে শাবি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানো হয়। সেই সঙ্গে জাবি ছাত্রীদের নিয়ে করা শাবি উপাচার্যের মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ উল্লেখ করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এসব ঘটনায় শাবি উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা।
এ ছাড়া নারীর প্রতি বৈষম্য ও নিপীড়ন বন্ধ করাসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আইন বাতিলেরও দাবি জানানো হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, ‘যেকোনো আন্দোলন হলেই ভাবমূর্তি ক্ষুণ্নের অজুহাতে উপাচার্য আমাদের বিরুদ্ধে মামলা করেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রীদের নিয়ে এমন অবমাননাকর কথা বললে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কোথায় যায়! এখন কেন তার নামে মামলা করা হচ্ছে না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা আবাসিক হলে বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছেন। রাত দশটার পর ছাত্ররা হলে প্রবেশে প্রশ্নের সম্মুখীন না হলেও মেয়েরা প্রশ্নের সম্মুখীন হয়। আমরা এই লিঙ্গবৈষম্যের অবসান চাই।’
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, ‘দেশে প্রথম ধর্ষণবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। বিশ্ববিদ্যালয় পুরুষতান্ত্রিক মনোভাব পোষণ করার জায়গা না। রাত দশটার মধ্যে হলে প্রবেশের মতো আইন ছেলেদের প্রতি কার্যকর করতে পারলে, আমাদেরও তা মানতে কোনো আপত্তি নেই।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইমুম মৌসুমি বৃষ্টি প্রমুখ।
শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না।’
এ মন্তব্যের প্রতিবাদে গত বুধবার ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ পৃথক বিবৃতিতে ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এ ঘটনায় জাবি শাখা ছাত্রলীগও প্রতিবাদলিপি দেয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
জাবি প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২২ ০৮:২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ ও নারীর প্রতি বৈষম্য নিরসনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল হয়েছে।
শনিবার রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি চৌরঙ্গী মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মশাল মিছিল ও সমাবেশে শাবি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানো হয়। সেই সঙ্গে জাবি ছাত্রীদের নিয়ে করা শাবি উপাচার্যের মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ উল্লেখ করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এসব ঘটনায় শাবি উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা।
এ ছাড়া নারীর প্রতি বৈষম্য ও নিপীড়ন বন্ধ করাসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আইন বাতিলেরও দাবি জানানো হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, ‘যেকোনো আন্দোলন হলেই ভাবমূর্তি ক্ষুণ্নের অজুহাতে উপাচার্য আমাদের বিরুদ্ধে মামলা করেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রীদের নিয়ে এমন অবমাননাকর কথা বললে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কোথায় যায়! এখন কেন তার নামে মামলা করা হচ্ছে না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা আবাসিক হলে বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছেন। রাত দশটার পর ছাত্ররা হলে প্রবেশে প্রশ্নের সম্মুখীন না হলেও মেয়েরা প্রশ্নের সম্মুখীন হয়। আমরা এই লিঙ্গবৈষম্যের অবসান চাই।’
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, ‘দেশে প্রথম ধর্ষণবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। বিশ্ববিদ্যালয় পুরুষতান্ত্রিক মনোভাব পোষণ করার জায়গা না। রাত দশটার মধ্যে হলে প্রবেশের মতো আইন ছেলেদের প্রতি কার্যকর করতে পারলে, আমাদেরও তা মানতে কোনো আপত্তি নেই।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইমুম মৌসুমি বৃষ্টি প্রমুখ।
শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না।’
এ মন্তব্যের প্রতিবাদে গত বুধবার ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ পৃথক বিবৃতিতে ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এ ঘটনায় জাবি শাখা ছাত্রলীগও প্রতিবাদলিপি দেয়।