একা দাঁড়িয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি চবি শিক্ষকের
চবি প্রতিনিধি | ২৫ জানুয়ারি, ২০২২ ১৮:৪৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে 'সংহতি শাবিপ্রবি' শিরোনামে একটি প্ল্যাকার্ড নিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।
তার হাতে থাকা প্ল্যাকার্ডে লিখা ছিল, ভিসি ফরিদউদ্দীন! শিক্ষার্থীদের জীবনের চেয়ে আপনার গদি বড় নয়, ক্ষমতার মসনদকে লাথি মারতে পারলে শিক্ষক তারে কয়। এখনি পদত্যাগ করুন।
এ বিষয়ে চবি শিক্ষক মাইদুল ইসলাম বলেন, আমি শিক্ষক হিসেবে লজ্জিত। শিক্ষকরাই তো ভিসি হয়। কিন্তু সেই ভিসি যদি পুলিশ, সোয়াত টিমকে ডেকে শিক্ষার্থীদের পেটায়, সেটা আমাদের জন্য খুব লজ্জাজনক। শাবিপ্রবির শিক্ষার্থীরা যে দাবি নিয়ে অনশন করছে, আমি তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করতে এই অবস্থান কর্মসূচি পালন করেছি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চবি প্রতিনিধি | ২৫ জানুয়ারি, ২০২২ ১৮:৪৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে 'সংহতি শাবিপ্রবি' শিরোনামে একটি প্ল্যাকার্ড নিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।
তার হাতে থাকা প্ল্যাকার্ডে লিখা ছিল, ভিসি ফরিদউদ্দীন! শিক্ষার্থীদের জীবনের চেয়ে আপনার গদি বড় নয়, ক্ষমতার মসনদকে লাথি মারতে পারলে শিক্ষক তারে কয়। এখনি পদত্যাগ করুন।
এ বিষয়ে চবি শিক্ষক মাইদুল ইসলাম বলেন, আমি শিক্ষক হিসেবে লজ্জিত। শিক্ষকরাই তো ভিসি হয়। কিন্তু সেই ভিসি যদি পুলিশ, সোয়াত টিমকে ডেকে শিক্ষার্থীদের পেটায়, সেটা আমাদের জন্য খুব লজ্জাজনক। শাবিপ্রবির শিক্ষার্থীরা যে দাবি নিয়ে অনশন করছে, আমি তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করতে এই অবস্থান কর্মসূচি পালন করেছি।