চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আগুন
চবি প্রতিনিধি | ১৪ মে, ২০২২ ১৪:২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
শনিবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দেখে উপস্থিত শিক্ষার্থীরাই অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নিয়ন্ত্রণে আসলেও অনেক সময় ধরে পুরো মিলনায়তন ধোঁয়াচ্ছন্ন হয়ে থাকে। তবে এতে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে চবি কেন্দ্রীয় গ্রন্থাগারিক এ কে এম মাহফুজুল হক খোকন দেশ রূপান্তরকে বলেন, বৈদ্যুতিক সুইচ বোর্ডের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ছাত্ররা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে।
এছাড়াও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষয়-ক্ষতি তেমন হয়নি, শুধু সুইচ বোর্ডের একটা অংশ পুড়ে গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চবি প্রতিনিধি | ১৪ মে, ২০২২ ১৪:২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
শনিবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দেখে উপস্থিত শিক্ষার্থীরাই অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নিয়ন্ত্রণে আসলেও অনেক সময় ধরে পুরো মিলনায়তন ধোঁয়াচ্ছন্ন হয়ে থাকে। তবে এতে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে চবি কেন্দ্রীয় গ্রন্থাগারিক এ কে এম মাহফুজুল হক খোকন দেশ রূপান্তরকে বলেন, বৈদ্যুতিক সুইচ বোর্ডের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ছাত্ররা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে।
এছাড়াও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষয়-ক্ষতি তেমন হয়নি, শুধু সুইচ বোর্ডের একটা অংশ পুড়ে গেছে।
শেয়ার করুন