ঢাকা কলেজের বাসে আইডিয়াল কলেজের হামলা, মাথা ফাটল ২ ছাত্রের
ঢাকা কলেজ সংবাদদাতা | ১৭ মে, ২০২২ ২২:৪৫
ঢাকা কলেজের বাস থামিয়ে দুই ছাত্রের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের বাসটি ফেরার পথে জিগাতলায় গেলে এ ঘটনা ঘটান আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জিগাতলায় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের বাস থামিয়ে দেয়। এরপর বাসে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করেন আইডিয়ালের শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীর মাথা ফেটে যায়।
জানতে চাইলে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস শিকদার বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার একটি ঘটনা শুনেছি, তখন আমি মিটিংয়ে ছিলাম। পরে আমরা কলেজের পক্ষ থেকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছি। সেখানে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী পাওয়া গেছে। এরপর তাদের আমরা নিরাপদে সরিয়ে নিয়ে আসি।
তিনি বলেন, কী নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঘটনাটি ঘটাল এখনো আমরা জানতে পারিনি, জানার চেষ্টা করছি। আমাদের ধারণা ‘ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে’ এ আক্রমণ হতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঢাকা কলেজ সংবাদদাতা | ১৭ মে, ২০২২ ২২:৪৫

ঢাকা কলেজের বাস থামিয়ে দুই ছাত্রের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের বাসটি ফেরার পথে জিগাতলায় গেলে এ ঘটনা ঘটান আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জিগাতলায় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের বাস থামিয়ে দেয়। এরপর বাসে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করেন আইডিয়ালের শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীর মাথা ফেটে যায়।
জানতে চাইলে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস শিকদার বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার একটি ঘটনা শুনেছি, তখন আমি মিটিংয়ে ছিলাম। পরে আমরা কলেজের পক্ষ থেকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছি। সেখানে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী পাওয়া গেছে। এরপর তাদের আমরা নিরাপদে সরিয়ে নিয়ে আসি।
তিনি বলেন, কী নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঘটনাটি ঘটাল এখনো আমরা জানতে পারিনি, জানার চেষ্টা করছি। আমাদের ধারণা ‘ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে’ এ আক্রমণ হতে পারে।