ইবি প্রথম বর্ষের শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া লাশ
ইবি প্রতিনিধি | ২৩ মে, ২০২২ ১৮:২৯
মেসে গলায় ফাঁসরত অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস পাশ্ববর্তী একটি মেসে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম আবিদ বিন আজাদ। তিনি ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর পুটিয়া উপজেলায় বলে জানা গেছে।
লাশ উদ্ধারের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধয়াপক ড. জাহাঙ্গীর হোসেন ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে। শিক্ষার্থীর বাসায় কথা বলা হয়েছে। আত্মহত্যা কি না বা এর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পরিবার ও তার বন্ধুরা কিছু বলতে পারেনি।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ দ্রুত লাশটি তার পরিবারের হাতে হস্তান্তর করব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ইবি প্রতিনিধি | ২৩ মে, ২০২২ ১৮:২৯

মেসে গলায় ফাঁসরত অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস পাশ্ববর্তী একটি মেসে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম আবিদ বিন আজাদ। তিনি ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর পুটিয়া উপজেলায় বলে জানা গেছে।
লাশ উদ্ধারের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধয়াপক ড. জাহাঙ্গীর হোসেন ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে। শিক্ষার্থীর বাসায় কথা বলা হয়েছে। আত্মহত্যা কি না বা এর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পরিবার ও তার বন্ধুরা কিছু বলতে পারেনি।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ দ্রুত লাশটি তার পরিবারের হাতে হস্তান্তর করব।