ঢাবির সিনেট নির্বাচন আজ
অনলাইন ডেস্ক | ২৪ মে, ২০২২ ০৯:০১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন আজ। এতে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
আজ ১০৫ সদস্যের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ চলবে। এক হাজার ৪৭০ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সিনেটে সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২২ মে। সে সময় আওয়ামীপন্থি নীল দলের ৩৩ জন ও বিএনপিপন্থি সাদা দলের দুজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ মে, ২০২২ ০৯:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন আজ। এতে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
আজ ১০৫ সদস্যের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ চলবে। এক হাজার ৪৭০ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সিনেটে সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২২ মে। সে সময় আওয়ামীপন্থি নীল দলের ৩৩ জন ও বিএনপিপন্থি সাদা দলের দুজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।
শেয়ার করুন