'স্যার আজকে আমার মন ভালো নেই' লিখে বিপাকে জবি শিক্ষার্থী
জবি প্রতিনিধি | ২৪ জুন, ২০২২ ০৯:১৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ইংরেজি বিভাগের ১ম বর্ষের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে 'স্যার, আজকে আমার মন ভালো নেই' লিখে বিপাকে পড়েছেন। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনরা হাসিঠাট্টা ও সমালোচনা করছেন।
বিভাগীয় সূত্র জানায় , ইংরেজি বিভাগে ১ম বর্ষের মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত একটি উত্তরপত্র নিয়ে যান সেই শিক্ষার্থী। পরে বুধবার রাতে সেই উত্তরপত্রে আজকে আমার মন ভালো নেই লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি। তারপর বিষয়টি সব জায়গায় ভাইরাল হয়ে যায়। পরে সে শিক্ষার্থী পোস্টটি ডিলিট দিয়ে দেন। কিন্তু বিষয়টি দ্রুতবেগে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত শিক্ষার্থী তানভীর মাহতাবের সাথে এই প্রতিবেদকের কথা হয়। তিনি দেশ রূপান্তরকে জানান, বিভাগের মিডটার্ম পরীক্ষা দেওয়ার পর খাতা অতিরিক্ত থাকায় তিনি সেটা বাসায় নিয়ে যান। পরে নিছক মজার উদ্দেশ্যে খাতায় রোল ও কোর্স নাম ও নিজে ইনভিজিলেটর এর স্বাক্ষর করাসহ 'আজকে আমার মন ভালো নেই' লিখে ফেসবুকে আপলোড করেন। কিছু সময় পর সেটা ডিলেটও করে দেন। কিন্তু পরে দেখেন সেটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এনিয়ে তিনি অনুতপ্ত ও লজ্জিত।
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মমিন উদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কারভাবে অবগত নই। শিক্ষার্থীকে আমরা রবিবার ডেকেছি। বিষয়টি জেনে পরবর্তী বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিষয়টি আমাদের জন্যও অস্বস্তিকর।
খাতায় ইনভিজিলেটরের স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উক্ত স্বাক্ষরটি ইংরেজি বিভাগের কোন শিক্ষকের নয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে বিভাগ যা সিদ্ধান্ত নিবে তাই হবে। তবে উত্তরপত্রটি আমি দেখিনি। তাই এবিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমি এখনো কিছু জানি না। জেনে তারপর বলতে পারবো।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
জবি প্রতিনিধি | ২৪ জুন, ২০২২ ০৯:১৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ইংরেজি বিভাগের ১ম বর্ষের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে 'স্যার, আজকে আমার মন ভালো নেই' লিখে বিপাকে পড়েছেন। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনরা হাসিঠাট্টা ও সমালোচনা করছেন।
বিভাগীয় সূত্র জানায় , ইংরেজি বিভাগে ১ম বর্ষের মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত একটি উত্তরপত্র নিয়ে যান সেই শিক্ষার্থী। পরে বুধবার রাতে সেই উত্তরপত্রে আজকে আমার মন ভালো নেই লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি। তারপর বিষয়টি সব জায়গায় ভাইরাল হয়ে যায়। পরে সে শিক্ষার্থী পোস্টটি ডিলিট দিয়ে দেন। কিন্তু বিষয়টি দ্রুতবেগে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত শিক্ষার্থী তানভীর মাহতাবের সাথে এই প্রতিবেদকের কথা হয়। তিনি দেশ রূপান্তরকে জানান, বিভাগের মিডটার্ম পরীক্ষা দেওয়ার পর খাতা অতিরিক্ত থাকায় তিনি সেটা বাসায় নিয়ে যান। পরে নিছক মজার উদ্দেশ্যে খাতায় রোল ও কোর্স নাম ও নিজে ইনভিজিলেটর এর স্বাক্ষর করাসহ 'আজকে আমার মন ভালো নেই' লিখে ফেসবুকে আপলোড করেন। কিছু সময় পর সেটা ডিলেটও করে দেন। কিন্তু পরে দেখেন সেটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এনিয়ে তিনি অনুতপ্ত ও লজ্জিত।
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মমিন উদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কারভাবে অবগত নই। শিক্ষার্থীকে আমরা রবিবার ডেকেছি। বিষয়টি জেনে পরবর্তী বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিষয়টি আমাদের জন্যও অস্বস্তিকর।
খাতায় ইনভিজিলেটরের স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উক্ত স্বাক্ষরটি ইংরেজি বিভাগের কোন শিক্ষকের নয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে বিভাগ যা সিদ্ধান্ত নিবে তাই হবে। তবে উত্তরপত্রটি আমি দেখিনি। তাই এবিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমি এখনো কিছু জানি না। জেনে তারপর বলতে পারবো।