ঢাবিতে বন্যার্তদের জন্য কনসার্ট শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | ২৭ জুন, ২০২২ ০৯:০৯
দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে দুইদিনব্যাপী ‘বন্যার্তদের জন্য কনসার্ট’ শুরু হচ্ছে আজ।
কনসার্টে ওয়ারফেজ, আর্ক, অ্যাশেজ, ভাইকিং, সোনার বাংলা সার্কাস, সহজিয়াসহ আরও অনেক ব্যান্ড দল অংশ নেবে। কনসার্ট দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। টিকিট ফি তিনশত টাকা, যা সম্পূর্ণভাবে বন্যার্তদের জন্য ব্যয় করা হবে।
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো সমন্বিতভাবে একটি অহ্বায়ক কমিটি গঠন করে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে। এরই অংশ হিসেবে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে রবিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
ঢাবির সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ জুন, ২০২২ ০৯:০৯

দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে দুইদিনব্যাপী ‘বন্যার্তদের জন্য কনসার্ট’ শুরু হচ্ছে আজ।
কনসার্টে ওয়ারফেজ, আর্ক, অ্যাশেজ, ভাইকিং, সোনার বাংলা সার্কাস, সহজিয়াসহ আরও অনেক ব্যান্ড দল অংশ নেবে। কনসার্ট দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। টিকিট ফি তিনশত টাকা, যা সম্পূর্ণভাবে বন্যার্তদের জন্য ব্যয় করা হবে।
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো সমন্বিতভাবে একটি অহ্বায়ক কমিটি গঠন করে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে। এরই অংশ হিসেবে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে রবিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
ঢাবির সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।