গুলশানে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক | ৮ ডিসেম্বর, ২০১৮ ২১:১৬
গুলশানে বাসের ধাক্কায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম ইশারাত জাহান স্নেহ (১৩)। সে ওই স্কুলের বনশ্রী শাখার ছাত্রী। শনিবার সন্ধ্যায় বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় গুলশানের বাঁশতলা এলাকায় একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় ইশরাত।
গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক দেশ রূপান্তরকে বলেন, গুলশান বাঁশতলা কনফিডেন্স টাওয়ার সংলগ্ন প্রগতি স্মরণী সড়কে বাবা শাহজাহান ও ছোট ভাই শাহেদের সঙ্গে মোটরসাইকেলে করে গাজীপুরে গ্রামের বাড়ি যাচ্ছিল ইশরাত। সন্ধ্যা ৭টার দিকে ৬ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে। বাসের চাকার নিচে চাপা পড়ে ইশরাত ঘটনাস্থলে প্রাণ হারায়। দূর্ঘটনায় আহত বাবা ও ছোট ভাইকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গুলশান বি ব্লকের ২ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় ইশরাতের পরিবার থাকে। বাবা শাহজাহান একটি গার্মেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
গুলশান থানার এসআই গোলাম মোস্তফা জানান, বাসটি জব্দ ও বাসের চালকে আটক করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য ইশারাতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসাতালের মর্গে নেয়া হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৮ ডিসেম্বর, ২০১৮ ২১:১৬

গুলশানে বাসের ধাক্কায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম ইশারাত জাহান স্নেহ (১৩)। সে ওই স্কুলের বনশ্রী শাখার ছাত্রী। শনিবার সন্ধ্যায় বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় গুলশানের বাঁশতলা এলাকায় একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় ইশরাত।
গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক দেশ রূপান্তরকে বলেন, গুলশান বাঁশতলা কনফিডেন্স টাওয়ার সংলগ্ন প্রগতি স্মরণী সড়কে বাবা শাহজাহান ও ছোট ভাই শাহেদের সঙ্গে মোটরসাইকেলে করে গাজীপুরে গ্রামের বাড়ি যাচ্ছিল ইশরাত। সন্ধ্যা ৭টার দিকে ৬ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে। বাসের চাকার নিচে চাপা পড়ে ইশরাত ঘটনাস্থলে প্রাণ হারায়। দূর্ঘটনায় আহত বাবা ও ছোট ভাইকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গুলশান বি ব্লকের ২ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় ইশরাতের পরিবার থাকে। বাবা শাহজাহান একটি গার্মেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
গুলশান থানার এসআই গোলাম মোস্তফা জানান, বাসটি জব্দ ও বাসের চালকে আটক করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য ইশারাতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসাতালের মর্গে নেয়া হয়েছে।