‘গুজব ছড়ানোয়’ পোর্টাল সম্পাদক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১২:৫৭
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে একটি নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
‘দৈনিক ৭১ ডটকম’ নামের ওই নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নূর।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান দেশ রূপান্তরকে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারের দায়ে ফেক নিউজ পোর্টালের কথিত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নূরকে গ্রেফতার করা হয়েছে।”
নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নির্বাচন ঘিরে ভুয়া সংবাদ ও গুজব ছড়ানো ঠেকাতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এসব অভিযোগে ইতোমধ্যে বেশি কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১২:৫৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে একটি নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
‘দৈনিক ৭১ ডটকম’ নামের ওই নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নূর।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান দেশ রূপান্তরকে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারের দায়ে ফেক নিউজ পোর্টালের কথিত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নূরকে গ্রেফতার করা হয়েছে।”
নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নির্বাচন ঘিরে ভুয়া সংবাদ ও গুজব ছড়ানো ঠেকাতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এসব অভিযোগে ইতোমধ্যে বেশি কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।