রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় দুই বন্ধু নিহত
নিজস্ব প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৭
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন- তায়েবুল ইসলাম রাশেদ (৩০) ও সাকিবুল ইসলাম ওরফে আকাশ (২৯)। পুলিশ কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে মিরপুর রোডে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাশেদের গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া দক্ষিণ পলাশপুরের আমানতগঞ্জে ও আকাশের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুরে। তারা রাজধানীর শাহআলীর উত্তর বিশিল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। রাশেদ তেজগাঁও কলেজের ছাত্র ছিলেন।
শেরেবাংলা নগর থানার এসআই আব্দুর রশিদ সরকার জানান, দুই বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। মানসিক হাসপাতালের সামনে পৌঁছার পর পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়। সাকিবকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রশিদ আরো জানান, ঘটনার পরপরই কভার্ডভ্যান জব্দ ও চালক মনির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে মনিরকে আদালতে পাঠানো হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৭

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন- তায়েবুল ইসলাম রাশেদ (৩০) ও সাকিবুল ইসলাম ওরফে আকাশ (২৯)। পুলিশ কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে মিরপুর রোডে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাশেদের গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া দক্ষিণ পলাশপুরের আমানতগঞ্জে ও আকাশের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুরে। তারা রাজধানীর শাহআলীর উত্তর বিশিল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। রাশেদ তেজগাঁও কলেজের ছাত্র ছিলেন।
শেরেবাংলা নগর থানার এসআই আব্দুর রশিদ সরকার জানান, দুই বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। মানসিক হাসপাতালের সামনে পৌঁছার পর পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়। সাকিবকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রশিদ আরো জানান, ঘটনার পরপরই কভার্ডভ্যান জব্দ ও চালক মনির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে মনিরকে আদালতে পাঠানো হয়।