ভোটের প্রচারে বৃষ্টির বাধা
নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৯
ঘূর্ণিঝড় ফেইথার প্রভাবে সোমবার রাজধানী দিনভর বৃষ্টি হয়।। ছবি: রুবেল রশিদ
ঘূর্ণিঝড় ফেথাইয়ের কারণে রোববার মধ্যরাত থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে। প্রার্থী ও তাদের সমর্থকরা সময়সূচি অনুযায়ী জনসংযোগে নামতে পারেননি। এতে কয়েক দিন ধরে চলা ভোটের ধারাবাহিক প্রচারে কিছুটা বিঘ্ন ঘটেছে।
এ ছাড়া বৃষ্টিতে নষ্ট হয়েছে প্রার্থীদের পোস্টার। বেশিরভাগ পোস্টারই ছিঁড়ে রাস্তায় পড়ে রয়েছে, ঝুলে আছে শুধু রশি।
গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মাণ্ডা ও মানিকনগর এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
গতকাল বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি ৭ নম্বর রোডে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপসের পক্ষে জনসংযোগ করার কথা ছিল নেতাকর্মীদের। আর ৫ নম্বর রোডে দুপুর ১২টায় প্রচারে নামার কথা ছিল তাপসের। কিন্তু বৃষ্টির কারণে দুপুর পর্যন্ত কেউই নামতে পারেননি। একইভাবে ঢাকার অন্যান্য এলাকায়ও বৃষ্টির কারণে প্রার্থীদের প্রচারে নামতে দেখা যায়নি।
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ভোট সামনে রেখে প্রচার-প্রচারণায় সরব রাজধানী। প্রতিটি এলাকার রাস্তায় টানানো হয়েছে পোস্টার। কিন্তু সোমবারও সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় প্রতিটি এলাকায় পোস্টার ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে। এসব পোস্টারের বেশিরভাগই ছিল নৌকা প্রতীকের।
রাজধানীর খিলগাঁওয়ে পোস্টার ছিঁড়ে পড়তে দেখে সিপন নামে নৌকার এক কর্মী বলেন, বৃষ্টিতে সব পোস্টার ছিঁড়ে যাচ্ছে, আবারও লাগাতে হবে। এর পর পলিথিন দিয়ে লাগাতে হবে, যেন বৃষ্টিতে সমস্যা না হয়।
ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে বঙ্গোপসাগর এখন উত্তাল। ভারতের আন্দামান সাগরের নিম্নচাপ থেকে তৈরি হওয়া এ ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে এসে আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এই নিম্নচাপের কারণে রোববার মধ্যরাত থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে ফেথাই বাংলাদেশের দিকে আসার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাকা আবহাওয়া অফিসের কর্মকর্তারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৯

ঘূর্ণিঝড় ফেথাইয়ের কারণে রোববার মধ্যরাত থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে। প্রার্থী ও তাদের সমর্থকরা সময়সূচি অনুযায়ী জনসংযোগে নামতে পারেননি। এতে কয়েক দিন ধরে চলা ভোটের ধারাবাহিক প্রচারে কিছুটা বিঘ্ন ঘটেছে।
এ ছাড়া বৃষ্টিতে নষ্ট হয়েছে প্রার্থীদের পোস্টার। বেশিরভাগ পোস্টারই ছিঁড়ে রাস্তায় পড়ে রয়েছে, ঝুলে আছে শুধু রশি।
গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মাণ্ডা ও মানিকনগর এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
গতকাল বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি ৭ নম্বর রোডে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপসের পক্ষে জনসংযোগ করার কথা ছিল নেতাকর্মীদের। আর ৫ নম্বর রোডে দুপুর ১২টায় প্রচারে নামার কথা ছিল তাপসের। কিন্তু বৃষ্টির কারণে দুপুর পর্যন্ত কেউই নামতে পারেননি। একইভাবে ঢাকার অন্যান্য এলাকায়ও বৃষ্টির কারণে প্রার্থীদের প্রচারে নামতে দেখা যায়নি।
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ভোট সামনে রেখে প্রচার-প্রচারণায় সরব রাজধানী। প্রতিটি এলাকার রাস্তায় টানানো হয়েছে পোস্টার। কিন্তু সোমবারও সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় প্রতিটি এলাকায় পোস্টার ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে। এসব পোস্টারের বেশিরভাগই ছিল নৌকা প্রতীকের।
রাজধানীর খিলগাঁওয়ে পোস্টার ছিঁড়ে পড়তে দেখে সিপন নামে নৌকার এক কর্মী বলেন, বৃষ্টিতে সব পোস্টার ছিঁড়ে যাচ্ছে, আবারও লাগাতে হবে। এর পর পলিথিন দিয়ে লাগাতে হবে, যেন বৃষ্টিতে সমস্যা না হয়।
ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে বঙ্গোপসাগর এখন উত্তাল। ভারতের আন্দামান সাগরের নিম্নচাপ থেকে তৈরি হওয়া এ ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে এসে আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এই নিম্নচাপের কারণে রোববার মধ্যরাত থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে ফেথাই বাংলাদেশের দিকে আসার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাকা আবহাওয়া অফিসের কর্মকর্তারা।