ঢাকা উত্তর বিএনপির প্রচার সম্পাদক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫২
ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক মো. হানিফকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হানিফের স্ত্রী রোমানা হানিফ দেশ রূপান্তরকে বলেন, “বুধবার বিকেলে মগবাজার ওয়্যারলেস গেট সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনির বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে হানিফকে তুলে নিয়ে যায়।”
ডিবি পুলিশ পরিচয়দানকারী সাদা পোশাকের ওই কর্মকর্তারা রোমানা হানিফকে জানান, হানিফকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে। এরপর থেকেই তিনি তার স্বামীর সন্ধানে ডিবি অফিসে ঘুরছেন। কিন্তু কেউই তা স্বীকার করছেন না বলে অভিযোগ করেন তিনি।
রোমানা হানিফ জানান, তার স্বামী বিএনপি নেতা শিমুল বিশ্বাসের সঙ্গে রাজনীতি করার কারণে তাকে একাধিক মামলার আসামি করা হয়েছে। শিমুল বিশ্বাসের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোতেই তার স্বামীর নাম যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বুধবার আসরের নামাজের পরপরই প্রায় ১৫ জন সাদা পোশাকের লোকজন বাসার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। দরজা নক করার পর তাদের মেয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে হানিফকে একটি নীল রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, “তার (হানিফ) বিরুদ্ধে রমনা থানায় মামলা আছে। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫২

ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক মো. হানিফকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হানিফের স্ত্রী রোমানা হানিফ দেশ রূপান্তরকে বলেন, “বুধবার বিকেলে মগবাজার ওয়্যারলেস গেট সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনির বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে হানিফকে তুলে নিয়ে যায়।”
ডিবি পুলিশ পরিচয়দানকারী সাদা পোশাকের ওই কর্মকর্তারা রোমানা হানিফকে জানান, হানিফকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে। এরপর থেকেই তিনি তার স্বামীর সন্ধানে ডিবি অফিসে ঘুরছেন। কিন্তু কেউই তা স্বীকার করছেন না বলে অভিযোগ করেন তিনি।
রোমানা হানিফ জানান, তার স্বামী বিএনপি নেতা শিমুল বিশ্বাসের সঙ্গে রাজনীতি করার কারণে তাকে একাধিক মামলার আসামি করা হয়েছে। শিমুল বিশ্বাসের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোতেই তার স্বামীর নাম যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বুধবার আসরের নামাজের পরপরই প্রায় ১৫ জন সাদা পোশাকের লোকজন বাসার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। দরজা নক করার পর তাদের মেয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে হানিফকে একটি নীল রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, “তার (হানিফ) বিরুদ্ধে রমনা থানায় মামলা আছে। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”