রাজধানীতে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪২
রাজধানীর খিলগাঁও গোড়ানে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানী খিলগাঁও গোড়ান এলাকার তিতাস রোডে আইডিয়াল ওয়ার্কশপ নামে একটি ঝালাই কাজের দোকানে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন, ওয়ার্কশপ কর্মচারী মো. দুলাল (৩০) মো. রবিউল (৩২) মো. হৃদয় (১৫) ও আনিসুর রহমান (৩২)
ওয়ার্কশপের কর্মচারী সাইফুল ইসলাম জানান, ঝালাইয়ের কাজ করার সময় অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ওই ওয়ার্কশপের পুরো রুমে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সেখানে কর্মরত চার কর্মচারীর হাত, পা ও মুখ আগুনে ঝলসে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ ও পরিদর্শক (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দগ্ধ ৪ জনের চিকিৎসা চলছে হাসপাতালের বার্ন ইউনিটে ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪২

রাজধানীর খিলগাঁও গোড়ানে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানী খিলগাঁও গোড়ান এলাকার তিতাস রোডে আইডিয়াল ওয়ার্কশপ নামে একটি ঝালাই কাজের দোকানে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন, ওয়ার্কশপ কর্মচারী মো. দুলাল (৩০) মো. রবিউল (৩২) মো. হৃদয় (১৫) ও আনিসুর রহমান (৩২)
ওয়ার্কশপের কর্মচারী সাইফুল ইসলাম জানান, ঝালাইয়ের কাজ করার সময় অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ওই ওয়ার্কশপের পুরো রুমে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সেখানে কর্মরত চার কর্মচারীর হাত, পা ও মুখ আগুনে ঝলসে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ ও পরিদর্শক (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দগ্ধ ৪ জনের চিকিৎসা চলছে হাসপাতালের বার্ন ইউনিটে ।
শেয়ার করুন