রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাক উল্টে নিহত ২
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১০:২৩
রাজধানীর কদমতলীতে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে সেটি উল্টে বাশার (৩২) ও হারুন অর রশিদ (৪০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কদমতলীর রায়েরবাগের জিয়া সরণিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
ট্রাক চালক হাবিব জানান, সকালে রায়েরবাগে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে ইট নামাচ্ছিলেন। এসময় পেছন থেকে আরেকটি দ্রুত গতির ট্রাক রাস্তার পাশে থেমে থাকা ইট বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে ট্রাকের নিচে চাপা পড়েন ট্রাক শ্রমিক বাশার ও ইটের মালিক হারুন। হারুন ঘটনাস্থলেই নিহত হন। আর বাশারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল জানান, বাশারের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ আর চালককে আটক করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১০:২৩

রাজধানীর কদমতলীতে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে সেটি উল্টে বাশার (৩২) ও হারুন অর রশিদ (৪০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কদমতলীর রায়েরবাগের জিয়া সরণিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
ট্রাক চালক হাবিব জানান, সকালে রায়েরবাগে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে ইট নামাচ্ছিলেন। এসময় পেছন থেকে আরেকটি দ্রুত গতির ট্রাক রাস্তার পাশে থেমে থাকা ইট বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে ট্রাকের নিচে চাপা পড়েন ট্রাক শ্রমিক বাশার ও ইটের মালিক হারুন। হারুন ঘটনাস্থলেই নিহত হন। আর বাশারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল জানান, বাশারের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ আর চালককে আটক করা হয়েছে।