রাজধানীতে কারখানার কম্প্রেশার বিস্ফোরণে নিহত ১
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫২
রাজধানীর শ্যামপুর আলী বহরে পানামা রাবার ফ্যাক্টরিতে কম্প্রেশার মেশিন বিস্ফোরণে নাসির (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় মোফাজ্জল (৩০) ও বাবুল (২৮) নামের আরো ২ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী হৃদয় হোসেন জানান, তারা পানামা রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। সকালে ওই ৩ জন কম্প্রেশার মেশিনে কাজ করছিলেন। কম্প্রেশার মেশিনটি হঠাৎ বিস্ফোরণ হলে তারা ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন।
তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন। বাকি ২ জন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃত নাসিরের লাশ মর্গে রাখা হয়েছে। বাকি ২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মোফাজ্জলের অবস্থা গুরুতর।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫২

রাজধানীর শ্যামপুর আলী বহরে পানামা রাবার ফ্যাক্টরিতে কম্প্রেশার মেশিন বিস্ফোরণে নাসির (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় মোফাজ্জল (৩০) ও বাবুল (২৮) নামের আরো ২ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী হৃদয় হোসেন জানান, তারা পানামা রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। সকালে ওই ৩ জন কম্প্রেশার মেশিনে কাজ করছিলেন। কম্প্রেশার মেশিনটি হঠাৎ বিস্ফোরণ হলে তারা ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন।
তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন। বাকি ২ জন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃত নাসিরের লাশ মর্গে রাখা হয়েছে। বাকি ২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মোফাজ্জলের অবস্থা গুরুতর।