কয়েলের আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৪
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে লাগা আগুনে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলো- পলাশ (১২) ও তুষার (৭)। তাদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
একই ঘটনায় তাদের বাবা ইকবাল হোসেনকে (৫৫) দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, মাতুয়াইল কাউন্সিল রোডে একটি টিনশেড বাড়িতে গতরাতে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দগ্ধ হয়ে বাড়িতে ঘুমিয়ে থাকা দুই শিশুর মৃত্যু হয়। আর তাদের বাবা ইকবালের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, শিশু দুটির মা গ্রামের বাড়ি ময়মনসিংহ আছেন। বাড়িতে দুই সন্তানকে নিয়ে বাবা ঘুমিয়েছিলেন। ধারণা করা হচ্ছে- মশার কয়েল থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৪

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে লাগা আগুনে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলো- পলাশ (১২) ও তুষার (৭)। তাদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
একই ঘটনায় তাদের বাবা ইকবাল হোসেনকে (৫৫) দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, মাতুয়াইল কাউন্সিল রোডে একটি টিনশেড বাড়িতে গতরাতে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দগ্ধ হয়ে বাড়িতে ঘুমিয়ে থাকা দুই শিশুর মৃত্যু হয়। আর তাদের বাবা ইকবালের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, শিশু দুটির মা গ্রামের বাড়ি ময়মনসিংহ আছেন। বাড়িতে দুই সন্তানকে নিয়ে বাবা ঘুমিয়েছিলেন। ধারণা করা হচ্ছে- মশার কয়েল থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।